# নিজস্ব প্রতিবেদক :-
হোসেনপুর উপজেলার সুখি গ্রামে এবার এসএসসি পরীক্ষায় জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। চিরাচরিত রীতি অনুসারে শিক্ষার্থীদের হাতে কেবল একটি ক্রেস্ট দেওয়া হয়নি, দেওয়া হয়েছে একটি করে দেশের সংবিধানও। উপস্থিত আয়োজক ও অতিথিরা বলেছেন, উপহার হিসেবে বই সবসময়ই অমূল্য উপহার। তার ওপর সংবিধান একটি অনন্য সাধারণ উপহার। এর মাধ্যমে দেশের অভ্যুদয়সহ শাসনতন্ত্র সম্পর্কে ছাত্রজীবন থেকেই শিক্ষার্থীদের মধ্যে এক ধরনের সচেতনতা তৈরি হবে।
হোসেনপুরের গোনিন্দপুর ইউনিয়নের সুখি গ্রামের জামিয়াতুল ইমদাদিয়া মাদ্রাসা চত্বরে বৃহস্পতিবার আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের ৮ জন জিপিএ-৫ পাওয়া শিক্ষার্থীকে সংবর্ধনা দেওয়া হয়েছে। একই বিদ্যালয়ের প্রাক্তন ছাত্র সাবেক সিভিল সার্জন ডা. মাজহারুল ইসলামের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা অনিন্দ্য মণ্ডল। এলাকার প্রাক্তন শিক্ষক মাওলানা মো. ইসহাকের সভাপতিত্বে অনুষ্ঠানে ডা. মাজহারুল ইসলাম ছাড়াও বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) ফরিদ-আল-সোহান, পিআইও হোসাইন উজ্জল, গোবিন্দপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আফাজুর রহমান খান, সাংবাদিক মোস্তফা কামাল, ইউপি চেয়ারম্যান অ্যাডভোকেট সাইদুর রহমান, শিক্ষার্থী মাহমুদুল হাসান প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন ক্বারী আনোয়ার শাহ ও ইউপি সদস্য রেজাউল করিম রশিদ।
প্রধান অতিথি শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, তোমরা বড় হওয়ার, ভাল কিছু হওয়ার স্বপ্নত দেখবে। স্বপ্ন দেখলে তা বাস্তবায়নেরও আগ্রহ তৈরি হয়। আর তোমাদের স্বপ্ন বাস্তবায়নের জন্য সারা পৃথিবী ভূমিকা রাখবে। তোমরা স্বপ্ন দেখবে দেশের দায়িত্ব নেওয়ার। স্বপ্ন দেখলে, আর স্বপ্ন বাস্তবায়নে আন্তরিক হলে একদিন ঠিকই স্বপ্ন পূরণ হবে। ডা. মাজহারুল ইসলাম বলেছেন, আমি কোন প্রতিদানের উদ্দেশ্যে সংবর্ধনার আয়োজন করিনি। আমি প্রচারও চাই না। আমি চাই, এলাকার ছেলে-মেয়েরা যেন উৎসাহ পায়। আগামী দিনে যেন আরও ভাল কিছু করে এলাকর মুখ উজ্জল করতে পারে।