• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৬:৪৬ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন দোষীকে আইনের হাতে দিন ……… সমন্বয়ক সাঈদ ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নতুন সভাপতি সাবেক প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম বিএনপি ক্ষমতায় এলে ভৈরব রক্ষায় আগানগর থেকে জগন্নাথপুর পর্যন্ত বেড়িবাঁধ হবে …..শরীফুল আলম ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান বাজিতপুরে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক হোসেনপুরে কমিউনিটি পুলিশ বিটের সভা ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনী মেঘনার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মানবিকতার ভৈরব পরিবার

দুই সামরিক শাসক দেশকে পাকিস্তান বানাতে চেয়েছেন ………. ইয়াফেস ওসমান

রথযাত্রার উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখছেন মন্ত্রী ইয়াফেস ওসমান (ইনসেটে) -পূর্বকণ্ঠ

দুই সামরিক শাসক দেশকে
পাকিস্তান বানাতে চেয়েছেন
………. ইয়াফেস ওসমান

# নিজস্ব প্রতিবেদক :-
সরকারের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক মন্ত্রী ইয়াফেস ওসমান বলেছেন, বঙ্গবন্ধুর আহবানে হিন্দু-মুসলিম মিলিতভাবে দেশ স্বাধীন করেছিল। দেশটা অসাম্প্রদায়িক চেতনার ওপর গড়ে উঠেছিল। কিন্তু বঙ্গবন্ধুকে হত্যার পর দুই সামরিক শাসক দেশকে পাকিস্তান বানিয়ে ফেলতে চেয়েছিলেন। পাকিস্তান যেমন সামরিক বাহিনী চালায়, এরাও সেটা করতে চেয়েছিলেন। এখনও কোন কোন দল, তাদের নামও উচ্চারণ করতে ঘৃণা হয়, এরাও দেশকে সাম্প্রদায়িক ধারায় নিয়ে যেতে চেষ্টা করছে। এরা ভারত-বাংলাদেশ বৈরিতা তৈরি করতে চায়। আমেরিকা আমাদের স্বাধীনতার বিরোধিতা করেছিল। সোভিয়েত ইউনিয়ন আর ভারত আমাদের সহায়তা করেছিল। আমি অ্যাম্বুশে থাকা মুক্তিযোদ্ধা। আমার ৯ সহযোদ্ধা মারা গেলেন। আমি ফিরে আসবো ভাবিনি। মন্ত্রী ৭ জুলাই রোববার বিকালে প্রধান অতিথি হিসেবে কিশোরগঞ্জ শহরের বত্রিশ নতুন পল্লী এলাকায় শ্রী শ্রী জগন্নাথ মন্দিরের রথযাত্রা উদ্বোধন করতে গিয়ে এসব কথা বলেছেন।
মন্ত্রী স্বভাবসুলভ কবিতার ছন্দে বঙ্গবন্ধু ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বকে মহিমান্বিত করেছেন। তিনি বলেছেন, শেখ হাসিনা বঙ্গবন্ধুর যোগ্য কন্যা। বাবার মত দৃঢ়চেতা ও সাহসী। বিশ্বব্যাংক বলেছিল পদ্মা সেতুতে দুর্নীতি হয়েছে। শেখ হাসিনা বলেছিলেন, এখনও সেখানে টাকাই খরচ করা হয়নি, দুর্নীতি কিভাবে হলো। কানাডার আদালতেও প্রমাণ হয়েছে, পদ্মা সেতুতে কোন দুর্নীতি হয়নি। আমরা নিজেদের টাকায় পদ্মা সেতু করেছি।
তিনি বলেন, আমরা পাপী। সেই কারণেই বঙ্গবন্ধুর মত নেতাকে আমরা রক্ষা করতে পারিনি। বঙ্গবন্ধু যেমন পাকিস্তানের বিরুদ্ধে দাঁড়িয়েছিলেন, শেখ হাসিনাও সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দৃঢ় অবস্থান নিয়েছেন। এ দেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। কেউ তা নস্যাৎ করতে পারবে না।
অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-৪ আসনের এমপি রেজওয়ান আহাম্মদ তৌফিক, রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের প্রকল্প পরিচালক ড. শওকত আকবর, জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, পৌর মেয়র মাহমুদ পারভেজ, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের ভাইস চেয়ারম্যান সুব্রত পাল, বীরমুক্তিযোদ্ধা আনোয়ার কামাল, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ আশফাকুল ইসলাম টিটু প্রমুখ। সঞ্চালনা করেন হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের সাবেক ট্রাস্টি রিপন রায় লিপু। শেষে হাজারো ভক্ত জগন্নাথ দেবের রথ নিয়ে শহর প্রদক্ষিণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *