# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর পৌর এলাকার বিজয় পাড়া জলাবদ্ধতা নিরসনের জন্য নবীনগর পৌরসভার মেয়র অ্যাডভোকেট শিব শঙ্কর দাস পরিদর্শনে আসেন। আজ ৬ জুলাই শনিবার দুপুরে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গের সাথে কথা বলে আগামীকাল (৭ জুলাই) থেকেই রাস্তার পানি নিষ্কাশনের জন্য কাজ শুরু করবে বলে এলাকাবাসীকে অভিহিত করেন।
এসময় মেয়র ড্রেন নির্মাণের জন্য এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল ইসলাম।
এ সময় শফিকুল ইসলাম বলেন, পানি নিষ্কাশন নিয়ে কোন রাজনীতি করতে দেওয়া যাবে না। আমার মনে হয় একটি মহল আওয়ামী লীগ সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য এই জলাবদ্ধতা নিষ্কাশন নিয়ে রাজনীতি করছে। উল্লেখ্য, বিজয় পাড়ার পানি নিষ্কাশন এর সমস্যা নিয়ে নবীনগরের সংসদ সদস্য ফয়জুর রহমান বাদল অবগত হয়ে এ বিষয়ে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য কিছুদিন পূর্বে একটি পরিদর্শন টিম গঠন করে দেন। পরিদর্শন টিমের প্রধান শফিকুল ইসলামের নেতৃত্বে পরিদর্শন টিম জায়গাটি পরিদর্শনে গিয়ে মাননীয় এমপি মহোদয় ও মেয়র মহোদয় অবহিত করেন। এ সময় আরও উপস্থিত ছিলেন, পৌরসভার ২নং ওয়ার্ড কাউন্সিলর আবু তাহের, ৪নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ আবু সাঈদ, পৌরসভার কর্মকর্তা কর্মচারীবৃন্দ, সিনিয়র সাংবাদিক মাহবুব আলম লিটন, গৌরাঙ্গ দেবনাথ অপু, স্টার টিভির চেয়ারম্যান শাহিন রেজা টিটু, সাংবাদিক মিঠু সূত্রধর পলাশসহ সাংবাদিকবৃন্দ ও স্থানীয় ব্যক্তিবর্গ।