# মিলাদ হোসেন অপু :-
এখন চলছে আষাঢ় মাস। গেল মধু মাসে বিভিন্ন মৌসুমী ফল চোখে পড়লেও সময়ের সাথে সাথে তা শেষ হয়ে যাচ্ছে। যদিও আম, কাঁঠাল এখন চোখে পড়ছে কিন্তু লিচুর ফলন নেই বললেই চলে। তবে হঠাৎ দেখা মিলল ভৈরব বাজারের ফলপট্টির একটি দোকানে লিচু বিক্রির দৃশ্য। এই সিজনে লিচু দেখে কিছুটা আনন্দিত হলেও দাম শোনে কপালে চোখ। দোকানী ১শ লিচু বিক্রি করতে ক্রেতাদের চাচ্ছে ১৬শ টাকা। সেই দরে একটি লিচুর দাম পড়ছে ১৬ টাকা। কিন্তু বিগত দিনে ভৈরব শহরে লিচু বিক্রির সময় দেখা গেছে প্রতি মুটিতে লিচু থাকে ৮৫ থেকে ৯০টি। সেই হিসেবে লিচুর দাম আরো বেশী হয়।
এ সময় কথা হয় দোকানী শরীফ মিয়ার সাথে। সে বলে প্রতি ভান্ডিলে ১শ করে লিচু রয়েছে। দাম হবে ১৬শ টাকা। এতো বেশী দাম কেন জানতে চাইলে সে বলে বেশী দামে কিনেছি তাই বেশী দামে বিক্রি করছি। ভৈরবসহ আশপাশের কোন জেলাতেই ফল মার্কেটে এ লিচু পাওয়া যাবে না। ঢাকার একটি ফল মার্কেট থেকে ১৩শ টাকা শ দরে দিনাজপুরের লিচু ক্রয় করেছি। আমার বেশী দামে কিনা থাকলে তো বেশী দামেই বিক্রি করতে হবে। তবে সাধারণ মানুষের নাগালের বাইরে থাকলেও এই লিচুগুলো প্রবাসীরা কিনে নিয়ে যাচ্ছে। কেউ বিদেশ পাঠাচ্ছেন, কেউ খাওয়ার জন্য নিয়ে যাচ্ছেন। এছাড়াও রুচিশীল মানুষরাও তা কিনে নিয়ে যাচ্ছে।