• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ১০:৪৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হোসেনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেপ্তার বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথ সভা শেষে ফের যাত্রা শুরু আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

হাওরে শুভ্রতা ছড়াচ্ছে কদম ফুল

# মন্তোষ চক্রবর্তী :-
আকাশ কখনো কালো মেঘের ঘনঘটা, কিংবা এক চিলতে রোদের মুখে কালো মেঘের ভিড়। অথবা, হঠাৎ করেই মুষলধারায় বৃষ্টি! জ্যৈষ্ঠের শেষ ভাগে প্রখর রোদের পরে এমন প্রশান্তিই বলে দেয় বর্ষাকালের আগমন বার্তা। আষাঢ়-শ্রাবণ মূলত এ দু’মাস বর্ষাকাল।
বর্ষার আগমন যখন চারপাশে, ঠিক তখনই আগমন ঘটে বর্ষার সঙ্গী কদম ফুলের।
সবুজ পাতার ফাঁকে ফাঁকে সাদার শুভ্রতা আর সোনালি রঙ্গে লম্বা সাদার আবরণে ঝুঁলে আছে কদম ফুল। মাঝে মধ্যে বৃষ্টির টুপটাপ শব্দে মনে আসে অন্য এক শিহরণ। আবার ধুয়ে মুছে অমলীন বিমোহিত সৌন্দর্যে ছড়াচ্ছে এই ফুলগুলো।
প্রকৃতির অপরুপ সৌন্দর্য্যের লীলাভূমি এবং ঋতুর বর্ষা এক অনন্য ঋতু। আর বর্ষার আগমনকে স্বাগত জানাতে কদম ফুল যেন সর্বদা প্রস্তুত। কদম ফুলের সৌন্দর্য্যে বিমোহিত হন না এমন বেরসিক মানুষ হয়তো খুঁজে পাওয়া মুশকিল। আবার বর্ষায় প্রেমিকার মনোরঞ্জনে কদমের জুড়ি নেই। একই সাথে বর্ষার প্রকৃতি বাংলা সাহিত্যে এনে দিয়েছে স্নিগ্ধতা। বর্ষার উপহার সোনা রঙের কদম ফুল নিয়ে রচিত হয়েছে নানা গল্প, উপন্যাস, কবিতা আর গান। মানব কল্যাণে প্রকৃতির সৃষ্টি অসংখ্য ছোট-বড় মাঝারি বৃক্ষরাজির অংশ বিশেষ কদম ফুলের জুড়ি নেই।
সুনামগঞ্জের দিরাই শাল্লা, নেত্রকোনা, কালিয়াজুড়ি, ব্রাহ্মণবাড়িয়া, নাসিরনগর, হবিগঞ্জের লাখাই, আজমিরিগঞ্জ, বানিয়াচং, কিশোরগঞ্জের নিকলী, বাজিতপুর, ইটনা, মিঠামইন অষ্টগ্রাম ও পাশ্ববর্তী উপজেলা নিয়ে বিস্তীর্ন হাওরাঞ্চলে গ্রামের মেঠো পথে-প্রান্তরে তাকালেই চোখে পড়ে এখন কদম গাছগুলো ভরে আছে ফুলে ফুলে। এ যেন আবহমান বাংলার বর্ষা বরণের প্রাকৃতিক আয়োজন। বিভিন্ন সড়কের পাশে এখন হলুদ আর সাদায় সেজেছে সর্বত্র।
হাওরাঞ্চলে বিভিন্ন জায়গায় ঘুরে দেখা গেছে, কদম ফুলের গাছের শাখে শাখে সবুজ পাতার আড়ালে ফুটে উঠেছে অসংখ্য কদম ফুল। সবুজ পাতার ফাঁকে উকি দিচ্ছে হলুদ বর্নের অসংখ্য কদম ফুল বর্ষার কদমগাছ থেকে বর্ষার পানিতে গাছ থেকে দল বেঁধে নাফিয়ে পড়ছে কিশোরা এমন অপরুপ সৌন্দর্য দৃশ্যে চোখ সরানো যায় না বলেও একাধিক পথচারীরা জানান।
বর্ষা এলেই কদম গাছের শাখায় শাখায় পাতার আড়ালে ফুটে থাকা অজস্র কদম ফুলের সুগন্ধ লোকালয় পর্যন্ত ছড়িয়ে পড়ে। দেখতে মনে হয়, প্রকৃতি যেন আজ কানের দুলে সেজেছে কদম ফুল দিয়ে। এই ফুল পথচারীদের একবার হলেও নজর কাড়ে। বিশেষ করে পড়ন্ত বিকেলের শেষে গোধূলি বেলায় কদম ফুলের মৌ মৌ গন্ধে ছড়িয়ে পড়ে পুরো এলাকা জুড়ে।
বৃষ্টি স্নানে কদম ফিরে পায় তার চিরচেনা রূপ। গাছ গাছে এ ফুলের সমাহার ঘটে। হাজারও গান ও কবিতা দখল করে আছে এ ফুল ঘিরে।
কদম ফুলের গাছ ঘরবাড়ি ও আসবাবপত্রে কাজে ব্যবহার হয়। যদিও হাওরাঞ্চলে কদম গাছ কমে গেছে, তারপরও এখনো গ্রামে মানুষ ঐতিহ্য ধরে রেখেছে বলে অভিজ্ঞ লোকজনের ভাষ্য।
অষ্টগ্রাম উপজেলা কৃষি কর্মকর্তা অভিজিৎ সরকার জানান, সবাই এখন বাড়ির আঙ্গিনায় ফলমূল ও ফুলের গাছ লাগাচ্ছে যার ফলে দিনদিনে কমছে কদম ফুলের গাছ।
অষ্টগ্রাম উপজেলা নির্বাহী অফিসার মোছা. দিলশাদ জাহান এ প্রতিনিধিকে বলেন, কদম ফুল শুভ্রতার প্রতীক। এই দেশেকদম ফুল বর্ষা মৌসুমে বৃষ্টিস্নাতক দিনে বাঙালিদের মনে অন্য রকম অনূভূতি এনে দেয়। অনেক কবি সাহিত্যিক বর্ষার কদম ফুল নিয়ে অনেক কবিতা সাহিত্য রচনা করেছেন। কদম ফুল আসলে বাংলাদেশের প্রকৃতির বর্ষা মৌসুমে সৌন্দর্যের সাথে ওতপ্রোতভাবে জড়িত। কদম গাছের কাঠ জ্বালানির কাজে ব্যবহার করা হয়। বর্ষাকালে শোভাবর্ধনেও কদম ফুলের গুরুত্ব অপরিসীম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *