• বুধবার, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৮:২১ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
মব জাস্টিস গণপিটুনি বন্ধ করুন দোষীকে আইনের হাতে দিন ……… সমন্বয়ক সাঈদ ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন এলাকা পরিদর্শন করলেন পানি উন্নয়ন বোর্ড ও বিএডিসি কর্তৃপক্ষ নরসিংদীর নতুন সিভিল সার্জন ডা. আমিরুল হক নিরাপদ সড়ক চাই (নিসচা) ভৈরব শাখার নতুন সভাপতি সাবেক প্যানেল মেয়র মো. আরিফুল ইসলাম বিএনপি ক্ষমতায় এলে ভৈরব রক্ষায় আগানগর থেকে জগন্নাথপুর পর্যন্ত বেড়িবাঁধ হবে …..শরীফুল আলম ভৈরব শহর রক্ষা বাঁধ নির্মাণের দাবীতে মানববন্ধন নদী ভাঙনে ক্ষতিগ্রস্তদের সহায়তা প্রদান বাজিতপুরে চার কেজি গাঁজাসহ তিন মাদক ব্যবসায়ী আটক হোসেনপুরে কমিউনিটি পুলিশ বিটের সভা ভৈরবে মেঘনা নদীর ভাঙ্গন রক্ষায় জিও ব্যাগে বালু ফেলছেন সেনাবাহিনী মেঘনার নদী ভাঙ্গনে ক্ষতিগ্রস্ত পরিবারকে সহায়তা দিলেন মানবিকতার ভৈরব পরিবার

শোলাকিয়া ঈদগায় ১৯৭তম জামাত

শোলাকিয়া ঈদগায় ঈদুল আযহার জামাতের একাংশ -পূর্বকণ্ঠ

শোলাকিয়া ঈদগায়
১৯৭তম জামাত

# নিজস্ব প্রতিবেদক :-
দেশের অন্যতম প্রাচীন ঈদগা কিশোরগঞ্জের ঐহিত্যবাহী শোলাকিয়া ঈদগায় অনুষ্ঠিত হয়েছে ১৯৭তম ঈদুল আযহার জামাত। আকাশ মেঘলা থাকলেও বৃষ্টিপাত হয়নি। রোদও ছিল না। ফলে শান্তিপূর্ণ পরিবেশে এবং স্বস্তিতে মুসল্লিরা এবারের ঈদ জামাতে নামাজ আদায় করেছেন।
জামাত শুরু হয় সকাল ৯টায়। এতে ইমামতি করেন স্থানীয় মারকাস মসজিদের খতিম মুফতি মাওলানা হিফজুর রহমান খান। এর আগে সুদীর্ঘকালের ঐহিত্য অনুসারে জামাত শুরুর ১৫ মিনিট আগে পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ শটগানের তিনটি গুলি ছুঁড়ে জামাত শুরুর সঙ্কেত দেন। জামাত শুরুর ১০ মিনিট আগে আরও দুটি এবং পাঁচ মিনিট আগে আরও একটি গুলি ছোঁড়া হয়। এরপর ঈদগা কমিটির সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, পুলিশ সুপার মোহাম্মদ রাসেল শেখ ও পৌর মেয়র মাহমুদ পারভেজ মুসল্লিদের শুভেচ্ছা জানিয়ে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন।
ঈদুল ফিতরের জামাতে এখানে দেশের নানা প্রান্তের ৫ লক্ষাধিক মুসল্লি নামাজ আদায় করেন। তবে কোরবানির ব্যস্ততার কারণে ঈদুল আযহার জামাতে মুসল্লির সংখ্যা অনেক কমে যায়। দূরবর্তী মুসল্লিদের যাতায়াতের সুবিধার্থে রেল বিভাগ ভৈরব ও ময়মনিংহ থেকে কিশোরগঞ্জ পর্যন্ত দুটি ঈদ স্পেশাল ট্রেনের ব্যবস্থা করেছিল। জামাতের নিরাপত্তার জন্য পুলিশ ও র‌্যাবের পাশাপাশি দুই প্লাটুন বিজিবি মোতায়েন করা হয়েছিল। ছিল ক্যামেরাবাহী ড্রোন। ঈদগায় ছিল পুলিশ ও র‌্যাবের পৃথক ওয়াচ টাওয়ার। মেটাল ডিটেক্টর ও আর্চওয়েসহ চার স্তরের নিরাপত্তা ব্যবস্থার মধ্যে দিয়ে মুসল্লিদের ঈদগায় ঢুকতে দেয়া হয়। ১৭৫০ সালে ঈদগাটি প্রতিষ্ঠা হলেও ১৮২৮ সালে প্রথম সোয়া লাখ মুসল্লির সর্ববৃহৎ জামাত অনুষ্ঠিত হয়েছিল বলে তখন থেকে সন গণনায় এবারের জামাতকে ধরা হচ্ছে ১৯৭তম জামাত।
জামাতশেষে মোনাজাতে ইমাম হিফজুর রহমান খান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ পরিবারের শাহাদাত বরণকারী সকল সদস্য ও মুক্তিযুদ্ধের সকল শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদ, মুক্তিযুদ্ধকালীন অস্থায়ী রাষ্ট্রপতি শহীদ সৈয়দ নজরুল ইসলামসহ জাতীয় চার নেতা, প্রয়াত রাষ্ট্রপতি জিল্লুর রহমান, প্রয়াত আশরাফুল ইসলামসহ জীবিত ও কবরবাসী সকলের জন্য দোয়া করেন। ফিলিস্তিনের মুসলমানদের হেফাজত কামনাসহ মুসলিম উম্মাহর শান্তি ও সমৃদ্ধি কামনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *