# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের প্রেসিডেন্ট আবদুল হামিদ মেডিক্যাল কলেজের একাদশ ব্যাচের নতুন শিক্ষার্থীদের বরণ অনুষ্ঠান হয়েছে। অনুষ্ঠানে বক্তাগণ শিক্ষার্থীদের উদ্দেশ্যে বলেছেন, ‘তোমাদেরকে এমন দক্ষ চিকিৎসক হয়ে এখান থেকে বের হতে হবে, যেন প্রথমেই মা-বাবার চিকিৎসা করার মত আত্মবিশ্বাস তৈরি হয়। তাহলেই অন্যান্য মানুষও তোমাদের কাছে উন্নত মানের চিকিৎসা পাবে। এর জন্য মনযোগ দিয়ে পড়াশোনা করতে হবে। নিয়মকানুন মানতে হবে। মা-বাবার কথা সবময়ম মাথায় রাখতে হবে।’ শিক্ষার্থীদের মানবিক চিকিৎসক হওয়ার জন্যও বক্তাগণ আহবান জানিয়েছেন।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ডা. আনম নৌশাদ খানের সভাপতিত্বে আজ ৪ জুন মঙ্গলবার কলেজ মিলনায়তনে জাতীয় সঙ্গীতের মাধ্যমে নবীন বরণ অনুষ্ঠানের সূচনা করা হয়। এরপর প্রধান অতিথি জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, বিশেষ অতিথি সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, উপাধ্যক্ষ এএসএম শহীদুল্লাহ, এনাটমি বিভাগের প্রধান ডা. তাসলিমা বেগম, ফিজিওলজি বিভাগের প্রধান ডা. কানিজ ফাতেমা, মাইক্রোবায়োলজি বিভাগের প্রধান ডা. তাহমিনা ইয়াসমিন, অভিভাবক ফাউজিয়া জলিল ন্যান্সি, দশম ব্যাচের শিক্ষার্থী আরিফ উদ্দিন, দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী সাদিয়া সাবা, নবীন শিক্ষার্থী তারকনাথ চৌধুরী ও রোজ বক্তব্য রাখেন।
শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে রবীন্দ্র সঙ্গীত, নজরুল গীতি, দেশাত্মবোধক গান, আধুনিক গান এবং কবিতা আবৃত্তি করা হয়। অনুষ্ঠানের বিশেষ আকর্ষণ ছিল ভারতের মেঘালয় রাজ্যের দুই ছাত্রীর গিটার বাজিয়ে তাদের আঞ্চলিক ভাষায় গান পরিবেশনা। অধ্যক্ষ আনম নৌশাদ খান নবীন শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। এবার একাদশ ব্যাচে ৯৫ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন বলে জানিয়েছেন অধ্যক্ষ নৌশাদ খান।
বক্তৃতা করছেন (বাম থেকে) জেলা প্রশাসক মোহাম্মদ আবুল কালাম আজাদ, সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, অধ্যক্ষ ডা. আনম নৌশাদ খান ও উপাধ্যক্ষ ডা. এএসএম শহীদুল্লাহ। সর্বডানে মেঘালয়ের দুই শিক্ষার্থী গান গাইছেন -পূর্বকণ্ঠ