• মঙ্গলবার, ২১ জানুয়ারী ২০২৫, ০৪:১৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার জিয়ার জন্মদিনে হোসেনপুরে সহস্রাধিক শীতার্তকে কম্বল উপহার বিএনপির ২৪ এর গণঅভ্যুত্থানে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে আহত ও শহিদের স্মরণে দোয়া মাহফিল ভৈরবের রিকশা ও ইজিবাইক চালকদের নিয়ম কানুন ও শিষ্টাচার এবং দক্ষতা বৃদ্ধি বিষয়ক প্রশিক্ষণ হোসেনপুরে তারুণ্যের উৎসব উদযাপন উপলক্ষে কর্মশালা অষ্টগ্রামের বিএনপির সভাপতি পুলিশে দেন বিএনপি নেতাকে প্রতিবাদে বিক্ষোভ মিছিল হাইব্রিড বলাকে কেন্দ্র করে এলাকায় রণক্ষেত্র; বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে ৩০ দোকান বাড়িঘর ভাঙচুর ও লুটপাট, আহত ৩৫ ভৈরবে নিষিদ্ধ পলিথিন কারখানায় অভিযান শিশু কিশোরদের গ্রামীণ ঐতিহ্যের বাহারী বিভিন্ন পিঠার সাথে পরিচিত করতে অভিভাবকদের মাঘ পুলি’র উৎসব ইউনিয়ন বিএনপির সভাপতির বিরুদ্ধে মিথ্যাচারের প্রতিবাদে মানববন্ধন

কিশোরগঞ্জে ভিটামিন-এ খাবে ৫ লক্ষাধিক শিশু

বক্তব্য রাখছেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম -পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ভিটামিন-এ
খাবে ৫ লক্ষাধিক শিশু

# নিজস্ব প্রতিবেদক :-
এবার কিশোরগঞ্জে ভিটামিন-এ ক্যাপসুল খাবে ৫ লাখ ২১ হাজার ১০ জন শিশু। সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম আজ ২৬ মে রোববার তাঁর কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে জানিয়েছেন, ১ জুন এসব শিশুর মধ্যে ৬ মাস থেকে এক বছরের ৫৯ হাজার ৮৭৫ জন শিশু খাবে একটি করে নীল রঙের ক্যাপসুল। আর এক বছর থেকে ৫ বছরের ৪ লাখ ৬১ হাজার ৫০০ জন শিশু খাবে একটি করে লাল রঙের ক্যাপসুল। এরপর দুর্গম এলাকার বাদ পড়া শিশুদের ২ থেকে ৫ জুন পর্যন্ত খুঁেজ খুঁজে ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো হবে।
জেলায় ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানোর জন্য দুই হাজার ৯০৪টি অস্থায়ী, ১৭টি স্থায়ী ও ১৩টি অতিরিক্ত টিকাদান কেন্দ্র থাকবে। সিভিল সার্জন পরামর্শ দিয়েছেন কোন অসুস্থ শিশুকে যেন ভিটামিন-এ ক্যাপসুল খাওয়ানো না হয়। তবে সুস্থ শিশুদের এই ক্যাপসুল খাওয়ালে কোন রকম সমস্যা বা পার্শ্ব প্রতিক্রিয়ার কোন সম্ভাবনা নেই। কেউ যেন গুজব ছড়িয়ে ভিটামিন-এ ক্যাম্পেইনকে বিভ্রান্ত করতে না পারে, সেদিকে সতর্ক থাকার জন্যও তিনি সকলের সহযোগিতা কামনা করেছেন। নির্ধারিত বয়সের প্রতিটি শিশু যেন ভিটামিন-এ ক্যাপসুল পায়, সেই জন্য মসজিদসহ প্রতিটি ধর্মীয় প্রতিষ্ঠানেও প্রচারণা চলানোর ওপর গুরুত্বারোপ করা হয়।
প্রেস ব্রিফিংকালে ভিটামিন-এ ক্যাম্পেইন ও এর গুরত্ব নিয়ে মূল প্রবন্ধ উপস্থাপন করেন সিভিল সার্জন কার্যালয়ের মেডিক্যাল অফিসার ডা. চৌধুরী শাহরিয়ার। এসময় সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. নাজমুল করিমও উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *