# মিঠু সূত্রধর পলাশ, নবীনগর :-
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার বহুল আলোচিত ও সমালোচিত জাফরাবাদ মৌজায় অবস্থিত নতুন চর বালুমহালটির সর্বোচ্চ দরদাতা হিসেবে বার্ষিক ৫৬ কোটি টাকায় এবার ফের ইজারা পেয়েছে মুন্সি এন্টারপ্রাইজ নামের একটি প্রতিষ্ঠান। ব্রাহ্মণবাড়িয়া জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন এটির মালিক। তবে শোভনের মালিকানাধীন এই প্রতিষ্ঠানটিই গত বছর ছয় মাসের জন্য ৯ কোটি টাকায় বালুমহালের ইজারা পেয়েছিল। মাত্র ছয় মাস পর বালুমহালটির ইজারা মূল্য ৯ কোটি থেকে এক লাফে বেড়ে ৫৬ কোটি হয়েছে।
জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, নবীনগরে বালু মহলের ‘স্বর্ণকূপ’ খ্যাত জাফরাবাদ মৌজার মেঘনা নদীর এই বালুমহালের দরপত্র জমা দেওয়ার শেষ দিন ছিল গত ২ এপ্রিল। ৩ এপ্রিল বুধবার বিকালে দরপত্র খোলা হয়। দরপত্র খোলার পর সেখানে ৭টি দরপত্র জমা পড়তে দেখা যায়। পরে সেগুলো যাচাই-বাছাই করে সর্বোচ্চ দরদাতা হিসেবে বার্ষিক ৫৬ কোটি টাকায় বালুমহালটির ইজারা পায় মুন্সি এন্টারপ্রাইজ।
তবে জমা পড়া ৭টি দরপত্রের মধ্যে ৫৬ কোটি টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে মুন্সি এন্টারপ্রাইজকে পাওয়া গেলেও ৫১ কোটি টাকায় দ্বিতীয় দরদাতা এবং ৪৮ কোটি টাকায় তৃতীয় দরদাতা হিসেবে আরও দুজন ইজারাদার দরপত্র জমা দিয়েছিলেন।
এলাকাবাসী জানায়, উপজেলার বড়িকান্দি ও ধরাভাঙ্গা এলাকায় নদীভাঙনকবলিত জাফরাবাদ মৌজায় নতুন চর এলাকার মেঘনা নদীতে সর্বোচ্চ ৩২ একর সীমানায় বালু উত্তোলনের জন্য জেলা প্রশাসনের কাছ থেকে গত বছর ছয় মাসের জন্য ৯ কোটি টাকার বিনিময়ে বালুমহালটি ইজারা দেওয়া হয়েছিল।
কিন্তু ইজারার শর্ত ও নিয়ম অনুযায়ী সর্বোচ্চ ২০টি ড্রেজারের মাধ্যমে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত বালু উত্তোলনের কথা থাকলেও, ইজারাদারের লোকজন নদীতে ৫০-৬০টি ড্রেজার লাগিয়ে সীমানা অতিক্রম করে ২৪ ঘন্টা বালু উত্তোলন করায়, এলাকার নদী তীরবর্তী সোনাবালুয়া ঘাট, নৌকা ঘাট, এমপি টিলা ঘাট, নূরজাহানপুর গ্রাম ও ঈদগাহ, নদী তীরবর্তী কবরস্থানসহ নদী পাড়ের গ্রামগুলো নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা করছে স্থানীয়রা।
এ অবস্থায় এলাকাবাসীর স্বার্থে ইজারার মেয়াদ শেষ হওয়ার পর পুনরায় যেন নতুন করে কাউকে ইজারা না দেওয়া হয়, সেজন্য এলাকায় মানববন্ধন পালনসহ স্থানীয় সংসদ সদস্য ও জেলা প্রশাসকের কাছে এলাকাবাসীর পক্ষ থেকে বিশেষভাবে নুরোধ জানানো হয়।
বালুমহালটি পুনরায় ইজারা পাওয়া মুন্সি এন্টারপ্রাইজের মালিক জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক শাহাদাৎ হোসেন শোভন বলেন, সর্বোচ্চ দরদাতা হিসেবে মুন্সি এন্টারপ্রাইজ এবারও বালুমহালটি ইজারা পেয়েছে। সেজন্য আল্লাহর প্রতি প্রথমেই শুকরিয়া জানাই। তবে ইজারার কাগজপত্র না পাওয়া পর্যন্ত এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি এই ছাত্রনেতা।
এ বিষয়ে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল্লাহ আল মামুন বলেন, ৩ এপ্রিল বিকালে দরপত্র খোলা হয়। সেখানে ৫৬ কোটি টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে বালুমহালটি পুনরায় ইজারা পেয়েছে মুন্সি এন্টারপ্রাইজ।