# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের ঐতিহ্যবাহী নাট্য সংগঠন প্রতিধ্বনি থিয়েটারের উদ্যোগে ইফতার পার্টি করা হয়েছে। ২ এপ্রিল মঙ্গলবার জেলা শহরের পুরাতন স্টেডিয়ামে আয়োজিত ইফতার পার্টিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কিশোরগঞ্জ পৌরসভার মেয়র মাহমুদ পারভেজ। ইফতার পার্টিতে বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের কর্মকর্তাসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ অংশ নেন। প্রতিধ্বনি থিয়েটারের অধিকর্তা নাট্য সংগঠক সাইদুল হক শেখর, সভাপতি আবু জাবিদ ভূঞা সোহেল ও সাধারণ সম্পাদক আসলামুল হক আসলামসহ অন্যান্য কর্মকর্তাগণ আমন্ত্রিত অতিথিদের স্বাগত জানান। ইফতারের আগে মোনাজাত পরিচালনা করেন প্রবীণ নাট্যাভিনেতা আতাউর রহমান খান মিলন।