• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:৫০ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে স্টেশনে, যাত্রীদের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা টিকটকে আসক্ত কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে আত্মহত্যা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ বিরাজ করছে উত্তেজনা

ঢাকায় শেষ হলো বাংলাদেশ-নেপাল সাহিত্য বিনিময় অনুষ্ঠান

# নিজস্ব প্রতিবেদক :-
বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির উদ্যোগে বাংলাদেশ ও নেপালের কবি-সাহিত্যিকদের অংশগ্রহণে কক্সবাজার ও ঢাকায় অনুষ্ঠিত হয়ে গেলো চার দিনব্যাপী বাংলাদেশ-নেপাল সাহিত্য বিনিময় অনুষ্ঠান। এতে নেপালের প্রতিথযশা ছয়জন কবি ও লেখক অংশগ্রহণ করেন। ৬ মার্চ বুধবার সমাপনী অনুষ্ঠান ঢাকাস্থ বিশ্ব সাহিত্য কেন্দ্র মিলনায়তনে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, নারায়ণগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আব্দুল্লাহ আল কায়সার হাসনাত। বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশিপ সোসাইটির প্রেসিডেন্ট লায়ন মশিউর আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নেপাল দূতাবাসের ২য় সচিব মিস ইউজোনা বামজান, কবি বিমল গুহ, অধ্যাপক ড. নাজমা খান মজলিশ এবং নেপাল থেকে আগত কবি ও লেখকদের মধ্যে নেপাল ক্রিয়েটিভ রাইটার্স সোসাইটির উপদেষ্টা ও পৃষ্ঠপোষক পবন আলোক, সভাপতি শ্রীওম শ্রেষ্ঠা রোদন। কবিতা পাঠ করেন, নেপালী কবি, কবি দেবিকা তিমিলসিনা, কবি মধু পাঠক, কবি শান্তি মায়া গিরি, কবি লক্ষ্মি শ্রেষ্ঠা, বাংলাদেশের কবিদের মধ্যে কবিতা পাঠ করেন, কবি বিমল গুহ, কবি দিলারা হাফিজ, কবি শেলী সেনগুপ্তা, কবি শফিউল আলম তালুকদার, কবি মোমিন মেহেদী, কবি আহমেদ ইসহাক, অতিথিবৃন্দ দুই দেশের সাহিত্য-সংস্কৃতি বিনিময়ে এ ধরণের উদ্যোগের প্রশংসা করেন। বাংলাদেশ-নেপাল ফ্রেন্ডশীপ সোসাইটির সাধারণ সম্পাদক সালাহউদ্দীন কুটু অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন। এছাড়াও বক্তব্য রাখেন, প্রাক্তন যুগ্ম-সচিব ও সোসাইটির নির্বাহী সদস্য মোহাম্মদ মশিউর রহমান, বাংলাদেশ-নেপাল সাহিত্য বিনিময় অনুষ্ঠান ২০২৪ এর সমন্বয়ক ফাহমিদা আহমেদ প্রমুখ।
অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন নির্বাহী সদস্য মাহমুদ খান বিজু।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *