• মঙ্গলবার, ১৮ মার্চ ২০২৫, ০১:০২ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
বাজিতপুরের ১১ ইউনিয়নে চলছে ছবিসহ ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম ভৈরবে ড্রেজার দিয়ে খাল থেকে অবৈধ ভাবে বালু উত্তোলনের দায়ে অর্থদণ্ড পাকুন্দিয়ায় পথচারীদের মাঝে ছাত্রদলের ইফতার বিতরণ অধিগ্রহণকৃত প্রাথমিক শিক্ষকদের স্মারকলিপি কিশোরগঞ্জ এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে পড়ে আছে স্টেশনে, যাত্রীদের চরম দুর্ভোগ করিমগঞ্জ সরকারি কলেজে নতুন অধ্যক্ষ মো. সিদ্দিক উল্লাহ কমলপুর পশ্চিমপাড়া যুব সংঘের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত মা-বাবাকে মারধরের অভিযোগে মাদকাসক্ত ছেলেকে ৩ মাসের সাজা টিকটকে আসক্ত কিশোরীকে মোবাইল টিপতে মা বাধা দেয়ায় ফাঁসিতে আত্মহত্যা রাস্তা বন্ধ করে ঘর নির্মাণ বিরাজ করছে উত্তেজনা

শিক্ষক-শিক্ষার্থী মেতেছিলেন মন মাতানো পিঠা উৎসবে

সরকারি গুরুদয়াল কলেজের পিঠা উৎসবের একটি স্টল। -পূর্বকণ্ঠ

শিক্ষক-শিক্ষার্থী মেতেছিলেন
মন মাতানো পিঠা উৎসবে

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজে অনুষ্ঠিত হয়েছে ঐতিহ্যবাহী জমজমাট শীতের পিঠা উৎসব। ৩১ জানুয়ারি বুধবার সকালে কলেজ চত্বরে শিক্ষক পরিষদ আয়োজিত উৎসব উদ্বোধন করেন কলেজের অধ্যক্ষ প্রফেসর আনম মুশতাকুর রহমান। এসময় বক্তব্য রাখেন শিক্ষক পরিষদের সম্পাদক আজহারুল ইসলাম ও বিচারক প্যানেলের আহবায়ক মো. সিদ্দিক উল্লাহ। খ্রিষ্টীয় শীত মৌসুমের শেষ দিন আয়োজন করা হয় এই শীতের পিঠা উৎসব। এটি ছিল কলেজের তৃতীয় পিঠা উৎসব। শত শত শিক্ষক-শিক্ষার্থী ও আমন্ত্রিত অতিথি পিঠা উৎসব উপভোগ করেন।
উৎসবে কলেজের শিক্ষার্থীরা বিভাগ ভিত্তিক ২৩টি স্টলে মনোরম সাজে নানা জাতের পিঠা সাজিয়েছিলেন। আর প্রতিটি স্টল শিক্ষার্থীরা নিজেদের তৈরি রকমারি পিঠা দিয়ে সজ্জিত করেন। এসবের মধ্যে ছিল নকশি পিঠা, পোয়া পিঠা, ভাঁপা পিঠা, কলা পিঠা, নারিকেলের পুলি, দুধ পুলি, দুধ চিতই, ডিমের পিঠা, আন্দাসা পিঠা, মসলা পিঠা, মেড়া পিঠা, পাঁপড়, চ্যাপা পিঠা, মাংসের চমুচা, নারিকেলের সমুচা, মাছসহ নানা প্রাণীর অবয়বের পিঠাও স্থান পায়। যেসব পিঠা ডিপার্টমেন্টাল স্টোরে পাওয়া যায় না, এসব পিঠার প্রাধান্য বেশি ছিল বলে জানিয়েছেন শিক্ষক পরিষদে সম্পাদক আজহারুল ইসলাম। প্রাণী বিদ্যা বিভাগের শিক্ষার্থী সুমাইয়া মিম এবং সাগরসহ বিভিন্ন শিক্ষার্থী জানান, তারা নতুন প্রজন্মের মধ্যে বাঙালির ঐতিহ্যবাহী পিঠাকে পরিচিত করা এবং দেশীয় পিঠা সংস্কৃতির বিকাশ ঘটানোর মানসিকতা থেকেই এই পিঠা উৎসবে অংশ নিয়েছেন। পৌষালি পিঠা ঘর, বেগম পিঠা ঘর, বাংলার হেঁশেল, পিঠা কুটির, আপ্যায়ন পিঠা ঘর, ভাপা পুলি পিঠা ঘরসহ নানা নামে নামকরণ করা হয় একেকটি স্টলকে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *