# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ সদর ও ভৈরব থানা এলাকায় ডিবির তিনটি পৃথক অভিযানে ৬০০ পিস ইয়াবাসহ ৫ মাদক ব্যবসায়ী আটক হয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, ডিবির এসআই রমজান আলীর নেতৃত্বে ৩০ নভেম্বর বৃহস্পতিবার বিকালে জেলা সদরের মুকসেদপুর এলাকা থেকে ১২০ পিস ইয়াবাসহ ভৈরব গাছতলা ঘাট এলাকার মৃত জিন্নত মিয়ার ছেলে আল আমিন (২৫) ও ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ বাগোতা এলাকার মৃত আব্দুল আজিজের ছেলে মো. রুবেলকে (২৫) আটক করা হয়েছে।
ডিবির এসআই ফারুক আহমেদের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় অপর অভিযানে সদর উপজেলার বৌলাই তেরহাসিয়া এলাকা থেকে ৩৫০ পিস ইয়াবাসহ বৌলাই উত্তর রাজকুন্তি এলাকার শাহাবুদ্দিনের ছেলে মাহবুব আলমকে (৩৭) আটক করা হয়েছে।
ডিবির এসআই জামিরুল ইসলামের নেতৃত্বে বৃহস্পতিবার সন্ধ্যায় অপর অভিযানে ভৈরবের ভৈরবপুর উত্তরপাড়া এলাকা থেকে ২০০ পিস ইয়াবাসহ ভৈরবের রামশংকরপুর এলাকার মৃত গেদু মিয়ার ছেলে মো. শামীম (৩৮) ও ভৈরব গোছামারা এলাকার আব্দুল হামিদের ছেলে রহম আলীকে (৩৫) আটক করা হয়েছে।
এসব ঘটনায় সদর ও ভৈরব থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক তিনটি মামলা করা হয়েছে। সবাইকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।