# নিজস্ব প্রতিবেদক :-
পাঁচ মামলায় সাজাপ্রাপ্ত হোসেনপুরের পলাতক আসামিকে টঙ্গি থেকে গ্রেপ্তার করা হয়েছে। হোসেনপুর থানার ওসি আসাদুজ্জামান টিটু জানিয়েছেন, পুমদী গ্রামের আব্দুল আজিজের ছেলে বোরহান উদ্দিন পাঁচটি মামলায় অর্থদণ্ডসহ বিভিন্ন মেয়াদে কারাদণ্ডে দণ্ডিত হয়ে পলাতক ছিলেন। তার বিরুদ্ধে আদালত থেকে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। হোসেনপুর থানার এসআই মো. শাহীন মিয়ার নেতৃত্বে বোরহানকে ২৮ নভেম্বর মঙ্গলবার টঙ্গি পশ্চিম থানা এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। বোরহানকে আজ ২৯ নভেম্বর বুধবার সংশ্লিষ্ট আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছেন ওসি আসাদুজ্জামান টিটু।