# রাজন সরকার, পাকুন্দিয়া :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার হোসেন্দী ইউনিয়নের একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের অর্ধ গলিত মরদেহ উদ্ধার করেছে পাকুন্দিয়া থানা পুলিশ। রবিবার (২৯ অক্টোবর) দুপুরে হোসেন্দী চরপাড়া গ্রামের মো. সুলতান মাহমুদ ওরফে রুবেলের বাড়ির পশ্চিমপার্শের পরিত্যাক্ত একটি পুকুর থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
উদ্ধার হওয়া ওই যুবকের বয়স অনুমানিক ২৩ বছর। বিষয়টি নিশ্চিত করেছেন পাকুন্দিয়া থানার উপপরিদর্শক মো. নজরুল ইসলাম।
তিনি জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুকুরে ভাসতে থাকা অজ্ঞাত এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়। মরদেহটির মাথা-মুখমন্ডলসহ শরীরের বিভিন্ন অংশ পঁচে ফোলে গেছে। এ জন্য তাৎক্ষণিক কেউ তাকে চিনতে পারেননি। তার পড়নে ছিল বাদামী রংয়ের ফুলপ্যান্ট ও কালো রংয়ের হাফ গেঞ্জি। ধারণা করা হচ্ছে আনুমানিক ৩ থেকে ৪ দিন ধরে পুকুরের পানিতে পড়েছিল মরদেহটি।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাহিদ হাসান সুমন বলেন, খবর পেয়ে হোসেন্দী ইউনিয়নের চরপাড়া গ্রামের পরিত্যাক্ত একটি পুকুর থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করা হয়। লাশটি ময়না তদন্তের জন্য কিশোরগঞ্জ সদর আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন ও লাশের পরিচয় সনাক্তের জন্য পিবিআই ও সিআইডির বিশেষজ্ঞ দলকে দায়িত্ব দেওয়া হয়েছে।