# রাজন সরকার, পাকুন্দিয়া :-
আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নারী ভোটারদের ভোট কেন্দ্রে শতভাগ উপস্থিত নিশ্চিত করতে কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় পাটুয়াভাঙ্গা যুবমহিলা লীগের উদ্যোগে কর্মী সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২০ অক্টোবর) বিকেলে উপজেলার পাটুয়াভাঙ্গা দরগা বাজার ভিটিপাড়া এলাকায় এ কর্মী সভা অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন ওয়ার্ড, ইউনিয়ন থেকে আগত বিপুল সংখ্যক নেতাকর্মী অংশ নেয়।
সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের সাবেক সংসদ সদস্য ও উপজেলা আওয়ামীলীগের আহবায়ক অ্যাডভোকেট মো. সোহরাব উদ্দিন।
তিনি বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর নারীদের সব ক্ষেত্রে এগিয়ে রেখেছেন। তিনি নারীদের জন্য বয়স্ক ভাতা, বিধবা ভাতা, স্বামী পরিত্যক্ত ভাতা, মাতৃকালীন ভাতা, মাতৃত্বকালীন ছুটি ও নারীদের কর্মসংস্থানসহ অনেক সুযোগ সুবিধা করে দিয়েছেন। আগে প্রতিটি জায়গায় শুধু পিতার নাম থাকতো। আর এখন পিতার নামের পাশাপাশি মায়ের নামকেও সমান ভাবে প্রাধান্য দিয়েছেন বর্তমান আওয়ামীলীগ সরকার। তাই আগামী জাতীয় সংসদ নির্বাচনে প্রতিটি কেন্দ্রে নারী ভোটাররা শতভাগ উপস্থিত হয়ে তাদের ভোটাধিকার প্রয়োগের আহবান জানান তিনি।
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি মোছা. রোজিনা আক্তারের সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, কিশোরগঞ্জ মহিলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক পিংকি মনি, উপজেলা যুবমহিলা লীগের সাধারণ সম্পাদক ললিতা আক্তার বিথী।
পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ডিএল শরীফুল ইসলাম রুবেলের সঞ্চালনায় অন্যদের মধ্যে উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক মো. ফরিদ উদ্দিন, মাহবুবুর রহমান, সদস্য আনোয়ার হোসেন আনান, অ্যাডভোকেট মিনহাজুল হক খোকা, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক একরাম হোসেন টিপু, পাটুয়াভাঙ্গা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শহীদ মিয়া, চন্ডিপাশা ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি ফরিদা আক্তার, সাধারণ সম্পাদক রুমা আক্তার, বুরুদিয়া ইউনিয়ন যুবমহিলা লীগের সভাপতি অনুফা আক্তার, নারান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শাকিল প্রমুখ বক্তব্য রাখেন।