• রবিবার, ০৩ ডিসেম্বর ২০২৩, ১০:৫২ পূর্বাহ্ন |
  • English Version

পাগলা মসজিদে এবার প্রায় পৌনে ৬ কোটি

পাগলা মসজিদে এবার
প্রায় পৌনে ৬ কোটি

# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের আলোচিত পাগলা মসজিদের ৮টি দানবাক্সে এবার পাওয়া গেছে ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার, ৩২৫ টাকা। এর আগে গত ৬ মে পাওয়া গিয়েছিল এযাবত কালের সর্বোচ্চ ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। ফলে টাকার এবারের অঙ্ক এযাবত কালের সর্বোচ্চ। সমুদয় টাকা রূপালী ব্যাংকে মসজিদের হিসাবে জমা করা হয়েছে বলে জানিয়েছেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) রুবেল মাহমুদ। আজ ১৯ আগস্ট শনিবার সকাল সাড়ে ৮টা থেকে গণনা শুরু করে শেষ করা হয়েছে রাত সাড়ে ৯টার দিকে।
সকাল ৮টায় ৮টি দানবাক্স খুলে পাওয়া গিয়েছিল ২৩ বস্তা টাকা। সেগুলি মসজিদের দোতলাার মেঝেতে ঢেলে পাগলা মসজিদ কমপ্লেক্স মাদ্রাসার ছাত্র ও শিক্ষকরা মসজিদ কমিটির তত্ত্ববধানে গণনা শুরু করেন। আর সেগুলি বান্ডেল আকারে রূপালী ব্যাংকের স্টাফরা ব্যাংকের গণনা মেশিনে গুণে মসজিদের ব্যাংক হিসাবে জমা করার কাজ করছেন। তবে বাংলাদেশী টাকার সঙ্গে কিছু বিদেশী মুদ্রা এবং সোনা-রূপার অলঙ্কারও পাওয়া গেছে। পাওয়া গেছে আল্লাহর কাছে লেখা বেশ কিছু মনোবাঞ্ছার চিঠি ও সাহায্যের আবেদন। এর আগে গত ৬ মে পাওয়া গিয়েছিল এযাবত কালের সর্বোচ্চ ৫ কোটি ৫৯ লাখ ৭ হাজার ৬৮৯ টাকা। এবার পাওয়া গেছে ৫ কোটি ৭৮ লাখ ৯ হাজার, ৩২৫ টাকা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *