কিশোরগঞ্জের পল্লীতে মেয়েঘটিত বিষয় নিয়ে দুই গ্রামবাসীর সংঘর্ষে উভয়পক্ষে অন্তত ১৫ জন আহত হয়েছে বলে জানা গেছে। এলাকাবাসী সূত্রে জানা গেছে, ঈদের দিন বিকালে কটিয়াদী উপজেলার সহস্রাম এলাকার কয়েক তরুণকে দুই মেয়েসহ পার্শ্ববর্তী সদর উপজেলার দানাপাটুলি এলাকায় আমির উদ্দিনের ফিশারিতে আপত্তিকর অবস্থায় দেখা যায়। এসময় ফিশারি মালিক তাদেরকে চলে যেতে বললেও তারা যায়নি। এক পর্যায়ে ছেলেদের চড়থাপ্পর দিলে এর জের ধরে উভয় গ্রামের লোকেরা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এতে দানাপাটুলি এলাকার ৫জন আর সহস্রাম এলাকার ১০ জন আহত হয় বলে জানা গেছে। সহস্রামের দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় বাজিতপুরের ভাগলপুরে জহুরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছ। খবর পেয়ে সদর থানা ও গচিহাটা তদন্ত কেন্দ্রের পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। তবে এখন পর্যন্ত কোন পক্ষই মামলা করেনি বলে জানিয়েছেন সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান।