# জোবায়ের হোসেন খান, তাড়াইল :-
কিশোরগঞ্জের তাড়াইলে বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু এম, পি উপহার বিতরন করেছেন। তাড়াইল উপজেলা পরিষদের হলরুমে ২২৩ জন বীর মুক্তিযোদ্ধার পরিবারের মাঝে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়।
শুক্রবার বিকাল ৪Uvi w`‡K তাড়াইল উপজেলা পরিষদের হলরুমে বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। তাড়াইল উপজেলা পরিষদের চেয়্যারমেন জহিরুল ইসলাম ভূইয়া শাহীন এর সভাপতিত্বে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় বক্তারা মুক্তিযুদ্ধে মুক্তিযোদ্ধাদের অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন। এ সময় মুক্তিযোদ্ধারা যুদ্ধের উল্লেখযোগ্য ঘটনা স্মৃতিচারন করেন। আলোচনা সভা শেষে এ উপহার সামগ্রী বিতরণ করা হয়। উপহার সামগ্রীর মধ্যে ছিল বিছানার চাদর, বালিশের কভার,
প্রধান অতিথি বীর মুক্তিযোদ্ধা মুজিবুল হক চুন্নু সংক্ষিপ্ত বক্তব্যে , মুক্তিযোদ্ধাদের আবাসন প্রকল্প খুব দ্রুত শেষ করার আশ্বাস দেন। এ উপহার আমি ব্যাক্তিগত তহবিল থেকে দিয়েছি।
এ সময় উপস্থিত ছিলেন, তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন, ভাইস চেয়ারম্যান নার্গিস সুলতানা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল হাই, জাওয়ার ইউপি চেয়ারম্যান এমদাদুল হক রতন, উপজেলা আওয়ামী লীগের আহব্বায়ক মোফাজ্জল হোসেন চান মিয়া প্রমূখ।