• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ০৮:২৯ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

তাড়াইলে সিসা তৈরির অবৈধ কারখানা

# জোবায়ের হোসেন খান, তাড়াইল :-
কিশোরগঞ্জের তাড়াইলে একটি অবৈধ কারখানায় ব্যাটারি পুড়িয়ে সিসা তৈরি করা হচ্ছে। উপজেলার জাওয়ার ইউনিয়ন হিজলজানী এলাকায় কারখানাটির অবস্থান। এই জায়গাটি ভ্রমণ পিপাসুদের খুবই পছন্দ। বিশেষ করে বর্ষাকালে প্রতিদিন হাজার হাজার মানুষের সমাগম ঘটে এখানে। এলাকায় মিনি কক্সবাজার খ্যাত এই পর্যটন স্থানটি আজ হুমকির মুখে। এই কারখানার কারণে ব্যাটারির অ্যাসিডের প্রকট গন্ধে স্থানীয় লোকজন অতিষ্ঠ। কারখানা থেকে নির্গত ক্ষতিকর ও বিষাক্ত রাসায়নিক পদার্থ পরিবেশ ও জনস্বাস্থ্যের উপর বিরূপ প্রভাব ফেলছে। সম্প্রতি উপজেলার মেছগাও গ্রামে বেশ কয়েকটি দুগ্ধ গাভী মারা যায়।
কিশোরগঞ্জ পরিবেশ অধিদপ্তরের সিনিয়র কেমিস্ট রুবাইত তাহরীম সৌরভ বলেন, এটা মানব দেহের জন্য খুবই ক্ষতিকর, যা ধীরে ধীরে ক্যান্সার সৃষ্টি করে। আমরা উপজেলা প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করব।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আলমাস হোসেন বলেন, ব্যাটারির বর্জ্য পুড়িয়ে সিসা তৈরি করলে তা আশপাশে থাকা মানুষের শরীরে পয়জনিং (রক্তকণিকা ও মস্তিষ্কের কোষ ক্ষতি করা) সৃষ্টি করে। এর ফলে মানসিক বিকৃতি, রক্তশূন্যতা ও মস্তিষ্কের ক্ষতিসাধন হতে পারে।
কারখানাটির পাশেই দৈনিক বাজার ও বসতবাড়ি। সরকারি প্রাথমিক বিদ্যালয়। কারখানা সংলগ্ন রয়েছে বেশ কয়েকটি বসত ঘর যারা সিসার বিষাক্ত ধোয়ার কারণে রাতে ঘুমাতে পারছে না।
২৫ জানুয়ারি বুধবার সরেজমিনে গিয়ে দেখা যায়, কারখানার ভেতরে শ্রমিকেরা কাজ করছেন। কেউ পুরোনো ব্যাটারির ওপরের অংশ খুলে প্লেট (ব্যাটারির ভেতর থাকা পাত) বের করছেন। কেউ ব্যাটারি থেকে অ্যাসিড বের করে সংরক্ষণ করছেন। শ্রমিক বেলাল জানান, চুল্লির মধ্যে কাঠ ও কয়লায় অ্যাসিড মিশ্রিত ব্যাটারির বর্জ্য বা প্লেট সাজানো হয়। এরপর আগুন ধরিয়ে দিলে তা গলতে থাকে। একই সঙ্গে বৈদ্যুতিক পাখা থেকে বাতাস দেওয়া হয়। এভাবে বিভিন্ন প্রক্রিয়ায় সিসা তৈরি হয়। পুরোনো ব্যাটারি থেকে প্লেট খুলে তিনি টন প্রতি ৫০০ টাকা মজুরি পান। এই কাজ করতে তার কোনো সমস্যা হয় না।
কারখানার ব্যবস্থাপক জানান, এক রাতে ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৩০০ কেজি সিসা হয়। এ জন্য প্রায় দেড় টন ব্যাটারির প্লেট লাগে। ব্যাটারির ওপরের অংশ প্লাস্টিক দ্রব্য তৈরিতে কাজে লাগে, যা বিভিন্ন প্রতিষ্ঠানের কাছে বিক্রি করেন তারা। উৎপাদিত সিসা তারা বাংলাদেশের বিভিন্ন চায়না ফ্যাক্টরিতে বিক্রি করেন।
শ্রমিকরা জানান এ কারখানার মালিক তাড়াইল উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার, তবে আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব আজিজুল হক ভূইয়া মোতাহার এ কারখানার সাথে সংশ্লিষ্টতার কথা অস্বীকার করেন।
তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার লুবনা শারমিন বলেন, আমাকে কিছুদিন পূর্বে কয়েকজন সাংবাদিক জানিয়েছিল এখানে একটি সিসা কারখানা চলছে। সে প্রেক্ষিতে তাদের সতর্ক করা হয়েছিল। তারা আমাকে নিশ্চিত করে যে এখানে কাজ করবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *