# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জের নিকলীর ১৭ বছরের এক কিশোরীকে পুলিশ গাজীপুর থেকে উদ্ধার করে এনে পরিবারের কাছে ফিরিয়ে দিয়েছে। জেলা পুলিশের মিডিয়া সেল সূত্রে জানা গেছে, নিকলীর নানশ্রী এলাকার ওই কিশোরী বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাড়ি থেকে বেরিয়ে আরে ফেরেনি। বাবাসহ স্বজনরা বিভিন্ন জায়গায় খোঁজ করেও তার সন্ধান পাননি। অবশেষে নিকলী থানায় ডায়রি করলে এসআই আবু সাঈদের নেতৃত্বে গাজীপুর জেলার গাছা থানা এলাকা থেকে গতকাল শনিবার কিশোরীটিকে উদ্ধার করে এনে বাবার হাতে তুলে দিয়েছে।