# নিজস্ব প্রতিবেদক :-
কিশোরগঞ্জ শহরের পুরাতন স্টেডিয়ামে দুই দিনের ডিজিটাল উদ্ভাবনী মেলার সমাপনী দিনে অংশগ্রহণকারী প্রতিষ্ঠান ও স্টলগুলোর মধ্যে পুরস্কার বিতরণ করা হয়েছে। আজ ৩০ নভেম্বর বুধবার বিকালে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ফারজানা খানমের সভাপতিত্বে অনুষ্ঠিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। বিশেষ অতিথি ছিলেন সিভিল সার্জন ডা. সাইফুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীরমুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এমএ আফজল, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলি রিতেশ বড়–য়া, পরিবার পরিকল্পনা বিভাগের সহকারী পরিচালক হোসনা বেগম ও মাছুমা খাতুন সফটি।কলেজ পর্যায়ের পুরস্কার নিচ্ছে ওয়ালি নেওয়াজ, গুরুদয়াল ও পৌর মহিলা কলেজ -পূর্বকণ্ঠ
মেলায় সেরা স্টল হিসেবে প্রথম হয়েছে পরিবার পরিকল্পনা বিভাগ। দ্বিতীয় হয়েছে প্রাথমিক শিক্ষা বিভাগ। যৌথভাবে তৃতীয় হয়েছে সিভিল সার্জন কার্যালয় এবং সড়ক ও জনপথ বিভাগ। কলেজ পর্যায়ে সেরা উদ্ভাবন প্রদর্শনের জন্য প্রথম হয়েছে ওয়ালি নেওয়াজ খান কলেজ, দ্বিতীয় হয়েছে সরকারি গুরুদয়াল কলেজ ও সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজ। মাধ্যমিক বিদ্যালয় পর্যায়ে প্রথম হয়েছে সরকারি বালক বিদ্যালয়, দ্বিতীয় হয়েছে টেকনিক্যাল স্কুল এন্ড কলেজ, আর তৃতীয় হয়েছে সরকারি সরযূ বালা বালিকা বিদ্যালয়। মোট ৮১টি স্টলের মধ্যে বাকি সবাইকেই সম্মাননা পদক দেয়া হয়েছে। শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।