ঢাকা থেকে একটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের তিন ছাত্র নিকলীর হাওরে বেড়াতে এসে আকাশ (২৩) নামে এক ছাত্র পানিতে ডুবে মারা গেছেন। নিকলী থানার ডিউটি অফিসার এসআই মো. এমদাদুল হক জানিয়েছেন, একই বিশ্ববিদ্যালয়ের তিন বন্ধু বাজিতপুরের তুহিন, পটুয়াখালীর হাসিব ও মাদারিপুরের আকাশ আজ ২২ জুলাই শুক্রবার সকাল ৯টার দিকে নিকলীর কুর্শা এলাকায় হাওরের পানিতে গোসল করতে নামলে প্রবল স্রোতের টানে আকাশ ডুবে যান। এলাকাবাসী তাকে উদ্ধার করে নিকলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আকাশ মাদারিপুরের কালকিনি উপজেলার দক্ষিণ রাজদি গ্রামের রেজাউল করিমের ছেলে। তারা সপরিবারে বর্তমানে ঢাকায় থাকেন। মরদেহ থানায় রয়েছে। স্বজনদের খবর দেয়া হয়েছে বলে ডিউটি অফিসার জানিয়েছেন।