কিশোরগঞ্জের মিঠামইন উপজেলার কাটখাল ইউনিয়ন ও বৈরাটি ইউনিয়নের বন্যায় ক্ষতিগ্রস্ত পরিবার, আশ্রয়ণ কেন্দ্রে অবস্থানরত বিভিন্ন মানুষের মাঝে বিনামূল্যে চিকিৎসাসেবা, ঔষধ বিতরণ ও ত্রাণ সামগ্রি বিতরণ করা হয়েছে। ২৪ জুন শুক্রবার মিঠামইনের বৈরাটি ইউনিয়নের কৃতি সন্তান ডা. বুলবুল আহম্মদ এর ব্যবস্থাপনায় এ চিকিৎসা ও ত্রাণ বিতরণ করা হয়। কিশোরগঞ্জ-৪ (ইটনা-মিঠামইন-অষ্টগ্রাম) আসনের সংসদ সদস্য রেজওয়ান আহম্মেদ তৌফিক প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বন্যায় পীড়িত আশ্রয়ণ কেন্দ্রে অবস্থানরত ও ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী ও বিনামূল্যে ঔষধ তুলে দেন।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, বৈরাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল আজিজ, কাটখাল ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তাজুল ইসলাম।