সারা দেশেই শিক্ষা সপ্তাহ উপলক্ষে বিভিন্ন ইভেন্টে স্কুল-কলেজের শিক্ষক, শিক্ষার্থী ও সেরা প্রতিষ্ঠানের প্রতিযোগিতা হচ্ছে। এতে ইতোপূর্বে সদর উপজেলা পর্যায়ে উচ্চাঙ্গ নৃত্য প্রতিযোগিতায় জেলা শহরের সৈয়দ আশরাফুল ইসলাম পৌর মহিলা কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্রী ফারিহা রাইসা শ্রেষ্ঠ হয়েছিলেন। তার মা একই কলেজের রোভার স্কাউট লিডার সালমা হকও সদর উপজেলায় শ্রেষ্ঠ রোভার শিক্ষক নির্বাচিত হয়েছিলেন। পরবর্তীতে জেলা পর্যায়ের প্রতিযোগিতায়ও মা-মেয়ে স্ব স্ব ইভেন্টের প্রতিযোগিতায় শ্রেষ্ঠ হয়েছেন।