• মঙ্গলবার, ০৮ অক্টোবর ২০২৪, ১০:০০ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
অষ্টগ্রামে আওয়ামী লীগ নেতার লিজ নেয়া জলমহাল বিএনপি নেতার দখলের অভিযোগ ভৈরবে যৌথ অভিযানে ১৬ কেজি গাঁজাসহ মাদক কারবারি আটক হোসেনপুরে যুবলীগ নেতা বাচ্চু গ্রেপ্তার ভৈরবে আসন্ন শারদীয় দুর্গাপূজা উদযাপন উপলক্ষে মতবিনিময় সভা অনুষ্ঠিত সোনার মূল্য বৃদ্ধিতে বিক্রি হ্রাস আশঙ্কাজনক বিক্রি বেড়েছে বিকল্পের হোসেনপুরে ইসলামিক ম্যুরাল ভাঙচুরের ঘটনায় যুবক আটক হোসেনপুরে জাতীয় জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালিত বৈষম্যবিরোধী আন্দোলনে দেশীয় অস্ত্রসহ ছাত্রদের উপর হামলার ঘটনায় ভৈরবে আওয়ামী লীগের ৪ নেতা গ্রেপ্তার ভৈরবে পৌর যুবলীগের সহ-সাংস্কৃতিক সম্পাদকসহ দুইজন আটক নির্বাচনী রোডম্যাপের দাবিতে কিশোরগঞ্জে সিপিবির মিছিল

ভৈরবে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক অহিদুর রহমান

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক হলেন লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান বিএনসিসিও। তিনি কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে কর্মরত। ২০০৩, ২০১৭, ২০১৮, ২০১৯ সনে কিশোরগঞ্জ জেলা পর্যায়ে নির্বাচিত হওয়ার পর আবার ২০২২ সালে ভৈরব উপজেলা পর্যায়ে পঞ্চম বারের মতো শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (অফিসার) নির্বাচিত হয়েছেন।
জানা যায়, লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান ১৯৮৬ সালের ১ নভেম্বর ভৈরব পৌর শহরের কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতা পেশায় যোগদান করেন। তিনি ১৯৮৮ সালে ১ জুন এমপিও ভূক্ত হন। শিক্ষকতার পাশাপাশি তিনি ১৯৯০ সালে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর (বিএনসিসি) তে যোগদান করেন। ২০০২ সালে তিনি বাংলাদেশ মিলিটারি একাডেমি (বিএমএ) থেকে ১ম ব্যাচে প্রি-কমিশন প্রশিক্ষণ গ্রহণ করেন। ৩ আগস্ট ২০০৫ সালে তিনি বাংলাদেশ টেরিটোরিয়েল ফোর্স (বিএনসিসিতে) কমিশন লাভ করেন। বর্তমানে তিনি ২ বিএনসিসি ব্যাটালিয়নে কোম্পানী কমান্ডার হিসেবে কর্মরত আছেন। তার মেধা, দক্ষতা ও যোগ্যতা বিবেচনা করে বিদ্যালয় কর্তৃপক্ষ তাকে ২০১২ সালে ১ আগস্ট প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ দেন। এছাড়া তিনি ২০১২ সালে বিএনসিসি’র বার্ষিক ক্যাম্পে প্যারেড কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করেন।
লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান ২০১০ ও ২০১৩ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা গবেষণা ইন্সটিটিউট থেকে ট্রেনিং অব দি ট্রেইনার (TOT) ট্রেনিং কোর্স সম্পন্ন করেন। ২০১৪ ও ২০১৫ সালে প্রধান শিক্ষক হিসেবে শিক্ষা ব্যবস্থাপনা একাডেমি (নায়েম) থেকে শিক্ষা প্রশাসন ও ব্যবস্থাপনা বিষয়ে সফলতার সহিত প্রশিক্ষণ গ্রহণ করেন। ২০১৭ সালে তিনি শিক্ষা মন্ত্রণালয়ের অধীনেManukau Institute of Technology, Wellington, New Zealand থেকে ICT for School Head teachers and Madrasah Supers Training Course সফলতার সহিত সম্পন্ন করেন।
লেফট্যানেন্ট মো. অহিদুর রহমান জানান, আমি কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ে যোগদানের পর থেকে শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি ছেলে মেয়েদের বিএনসিসি’র প্রশিক্ষণ বিষয়ে বিভিন্ন কার্যক্রম নিয়ে তাদের পাশে থেকেছি। আবারও পঞ্চম বারের মতো আমি শ্রেষ্ঠ বিএনসিসি শিক্ষক (অফিসার) নির্বাচিত হয়েছি। আমি চাই কমলপুর হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়নের পাশাপাশি সহপাঠ্যক্রমে তাদের পাশে থাকবো। ইতোমধ্যে আমাদের স্কুল থেকে শ্রেষ্ঠ শিক্ষকও নির্বাচিত হয়েছেন।
আমার স্ত্রী আঞ্জুমান আরা বেগম রত্না কমলপুর মোজাফর বেপারী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হিসেবে দায়িত্বরত রয়েছেন। এছাড়া তিনি ভৈরব উপজেলা সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সভাপতির দায়িত্বও পালন করছেন। আমার একমাত্র মেয়ে আদিবা নোশিন অর্পা ভৈরব আইডিয়্যাল কলেজে মানবিক বিভাগে ১ম বর্ষের ছাত্রী। আমি ভৈরবের মানুষের সহযোগিতা নিয়ে শিক্ষার মান উন্নয়নে আমৃত্য কাজ করে যেতে চাই। মহান আল্লাহ যেন সহায় হউন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *