ভৈরব উপজেলার শ্রেষ্ঠ অধ্যক্ষ শিক্ষক নির্বাচিত হয়েছেন রফিকুল ইসলাম মহিলা কলেজের অধ্যক্ষ বিশিষ্ট শিশু সংগঠক ও লেখক শরীফ আহমেদ। জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ক্যাটাগরিতে তাকে বিজয়ী ঘোষনা করেন উপজেলা বাছাই কমিটি।
এছাড়া কলেজ পর্যায়ে শ্রেষ্ঠ প্রতিষ্ঠান হিসেবেও ভৈরব রফিকুল ইসলাম কলেজ উপজেলা কলেজ শ্রেষ্ঠ কলেজ মর্যাদায় ভূষিত করা হয়েছে। তাছাড়া ১৩ বিভাগে কলেজ পর্যায়ে রফিকুল ইসলাম মহিলা কলেজ শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান হিসেবে গৌরব অর্জন করেছেন।
ভৈরব রফিকুল ইসলাম মহিলা কলেজ অধ্যক্ষ শরীফ আহমেদ বলেন, প্রতিষ্ঠানের প্রধান হিসেবে সব সময় চেষ্ঠা করি নিজের সেরাটা দেওয়ার জন্য। আমাকে শ্রেষ্ঠ অধ্যক্ষ নির্বাচিত করায় সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা জানাচ্ছি।