কিশোরগঞ্জের শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে এখন থেকে পাওয়া যাবে এন্ডোস্কোপি সেবা। সীমিত জনবল নিয়ে চলছে এই হাসপাতালের স্বাস্থ্যসেবা কার্যক্রম। এই সীমাবদ্ধতার মাঝেই আজ ১৮ জানুয়ারি মঙ্গলবার হাসপাতালের গ্যাস্ট্রোএন্টারলজি বিভাগ ও হেপাটোলজি বিভাগে ফিতা কেটে এন্ডোস্কোপি সেবার শুভ উদ্বোধন করা হয়েছে। এসময় হাসপাতালের পরিচালক ডা. মো. হাবিবুর রহমান, মেডিক্যাল কলেজের অধ্যক্ষ ডা. মো. নজরুল ইসলাম, হাসপাতালের উপ-পরিচালক ডা. মো. মুুজিবুর রহমান ও জেলা বিএমএ’র সম্পাদক ডা. এমএ ওয়াহাব বাদল ছাড়াও উপস্থিত ছিলেন ডা. মো. আমিনুর রহমান, ডা. আতাউর রহমান, ডা. তাসলিম আরা নীলা, ডা. পিনাকি পাল, ডা. নাজমুল হাসান, ডা. নাজমুল হুদা, ডা. তানভীর হাসান শোভন, ডা. নাঈমা আফরোজ চন্দন, ডা. আবিদুর রহমান জিমিসহ অন্যান্য চিকিৎসক, নার্স ও বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীগণ। প্রাথমিক পর্যায়ে সীমিত পরিসরে এই সেবা কার্যক্রমটি চলমান থাকলেও পর্যায়ক্রমে এর সেবার আওতা প্রসারিত হবে বলে হাসপাতাল কর্তৃপক্ষ আশাবাদ ব্যক্ত করেছেন।
ফিতা কেটে উদ্বোধন করা হচ্ছে এন্ডোস্কোপি সেবার -পূর্বকণ্ঠ