কিশোরগঞ্জে মুজিববর্ষ উপলক্ষে জাতিরজনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে কথিত ‘আগরতলা ষড়যন্ত্র’ মামলার পটভূমির ওপর তৈরি নাটক ‘দূরবীন’ মঞ্চস্থ হয়েছে। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায়, বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এবং কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় মঞ্চায়িত ৪৫ মিনিটের নাটকটি রচনা করেছেন একতা নাট্যগোষ্ঠীর সংগঠক শুভাশিষ বাপ্পি। একতা নাট্যগোষ্ঠীর পরিচালক মানস করের নির্দেশনায় আজ ৯ জানুয়ারি রোববার সন্ধ্যায় জেলা শিল্পকলা মিলনায়তনে মঞ্চায়িত নাটকে তিনি নিজেই বঙ্গবন্ধুর ভূমিকায় অভিনয় করেছেন। তৎকালীন পূর্ব পাকিস্তানের গভর্নর মোনেম খানের চরিত্রে অভিনয় করেছেন শরদিন্দু বিশ্বাস। এছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন শুভ্র বণিক, মিষ্টি ঘোষ, হবি শেখ, আব্দুল্লাহ, চপল বিশ্বাস, মো. সামি, সাকিবুল হাসান সুমন প্রমুখ।
নাটকের ওপর প্রতিকৃয়া ব্যক্ত করে বক্তব্য রেখেছেন বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামী লীগের সদস্য আনোয়ার কামাল, জেলা স্বাচিপ সভাপতি ডা. দীন মোহাম্মদ, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল, বিশিষ্ট ছড়াকার জাহাঙ্গীর আলম জাহান, সাংস্কৃতিক সংগঠক আবুল এহসান অপু, অভিনেতা মানস কর ও পল্লব কর।