• শনিবার, ১৪ ডিসেম্বর ২০২৪, ০৯:০৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে ধর্ষণের অভিযোগে স্বামী ও পর্নোগ্রাফি মামলায় স্ত্রী গ্রেপ্তার পাকুন্দিয়ায় ফলিত পুষ্টি বিষয়ক তিনদিনের প্রশিক্ষণ ভৈরবে মদিনা ফুড প্রোডাক্ট ফ্যাক্টরিতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি ভৈরবে বসতবাড়িতে আগুনে ব্যাপক ক্ষয়ক্ষতি হোসেনপুর পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মোবারিছ গ্রেপ্তার বাজিতপুর উপজেলার সাবেক চেয়ারম্যান শিবলী গ্রেপ্তার ভৈরবে রেলওয়ে উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও প্রধান শিক্ষকের বিরুদ্ধে কোটি টাকার দুর্নীতির অভিযোগ ভারতের আগরতলা অভিমুখে লংমার্চে অংশ হিসেবে ভৈরবে পথ সভা শেষে ফের যাত্রা শুরু আন্তর্জাতিক মানবাধিকার দিবস উপলক্ষে আলোচনা সভা দোয়া মাহফিল ও শীতবস্ত্র বিতরণ হোসেনপুরে সাড়া ফেলেছে আদর্শ বীজতলা

করোনাকালীন প্রাথমিক শিক্ষা ও বাস্তবতা, সোহেল সাশ্রু

করোনাকালীন প্রাথমিক
শিক্ষা ও বাস্তবতা
সোহেল সাশ্রু

কোভিড-১৯ আর সাধারণ মানুষ এই দুটোই মোকাবেলা করা বড়ই কঠিন। কখন যে তারা জিন পাল্টে ফেলবে তা বোঝা খুবই দূরূহ। সাধারণ মানুষ একদিকে লাফাচ্ছে করোনা প্রতিরোধে জরুরী অবস্থা ঘোষণা করার জন্য, কারফিও জারি করার জন্য। অন্য দিকে লক ডাউন দিলে শুরু হয়ে যাচ্ছে প্রতিবাদের ঝড়। সরকার ও প্রশাসনকে গালাগাল দেয়া। গরীব মারার ষড়যন্ত্র বলে গালবাজি করা। একদিকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার জন্য তুমুল আন্দোলন। অন্যদিকে বিদ্যালয় থেকে শিক্ষার্থীর সাথে যোগাযোগ করা হলে বলবে এক বছর পড়া শুনা না করলে তেমন ক্ষতি হবেনা। অনলাইনে যুক্ত করে শিশুর ভবিষ্যৎ ধ্বংস করা নাকি? যারা এমন বলে তাদের সন্তানেরই দেখা যায় একটা দুটো নয় বরং চার পাঁচটি করে আইডি থাকে বিচিত্র সব নামে। তারা এতটাই এক্সপার্ট যা কল্পনাও করা যাবে না। শুধু অনলাইনে পাঠদানে যুক্ত হতেই যত সমস্যা।
গুগল মিটের লিংক-এ ক্লিক করে ক্লাসে জয়েন করতে পারে না। কিন্তু দিব্যি গ্রুপে ভয়েজে মেসেজ পাঠাচ্ছে, চেটিং করছে, ইমেজ দিচ্ছে, স্টিকার কমেন্ট করছে। অভিভাবকরা বলছেন অনলাইনে ক্লাস করে নাকি তাদের সন্তানরা অসুস্থ হয়ে পড়ছে কিন্তু তারা যখন পাপজি আর ফ্রি ফায়ার গেমস খেলছে তখন তাদের চোখেরও ক্ষতি হচ্ছে না আর এমবিও খরচ হচ্ছে না।
একদিকে এই সাধারণ মানুষ চিৎকার করছে কেউ লক ডাউন মানছে না বলে। অথচ নিজেই মাস্ক ছাড়া দিব্যি ঘুরে বেড়াচ্ছে। নিজেও পজিটিভ জেনেও হাটে-বাজারে, চায়ের আড্ডায় ঘুরে আরও ১০ জনকে আক্রান্ত করছে। তাই সাধারণ মানুষকে বিশ্বাস করাই বড় বিপদ। লক ডাউন শোনার আগেই তারা শুরু করে মজুদদারী। বাজারে শুরু হয়ে যাবে দ্রব্যের কৃত্রিম ক্রাইসিস। অন্য দিকে চিৎকার করবে বাজার নিয়ন্ত্রণ করার। আরে মশাই আমরা আগে নিজেকে নিয়ন্ত্রণ করি। তাহলেই সমাজ ও দেশ দুটোই নিয়ন্ত্রণ হবে। আগে আমরা ঘর সংশোধন করি। তাহলেই পুরো সমাজ সংশোধন হবে। যদিও সঠিকভাবে দেশের প্রতিটি মানুষ স্বাস্থ্যবিধি অনুসরণ করত তাহলে আজকের এই লক ডাউনের কোন প্রয়োজন ছিল না। দেশ কি তাহলে ভারতের পদদ্ধি অনুসরণ করছে? আমরা ভারতের সেই বিভীষিকা আমাদের দেশে দেখতে চাই না।
সম্প্রতি দেশে করোনা প্রাদুর্ভাব ভয়াবহ আকার ধারণ করেছে। সীমান্তবর্তী জেলাগুলোতে সংক্রমনের হার আশঙ্কাজনক বৃদ্ধি পেয়েছে। প্রতিদিন মৃত্যুর মিছিলে যোগ হয়ে রেকর্ড পরিমাণ। দেশের বিভিন্ন জেলাগুলোতে করোনার ভারতীয় ভ্যরিয়েন্ট ধরা পড়েছে। সনাক্ত বিবেচনায় বিশ্বে বাংলাদেশের অবস্থান ৩১তম। আর আমাদের কিশোরগঞ্জ জেলায় এ প্রাদুর্ভাব আরো বেশী। যেখানে সারাদেশে সনাক্তের গড় হার ২২%। ভৈরবে সেই হার ৫৭%। সংক্রমণের এই বাস্তবতা থেকে জনগণকে নিরাপত্তা দিতে নতুন করে শুরু হচ্ছে অঞ্চল ভিত্তিক লক ডাউন। সচেতনতা ও সুরক্ষা ও ধর্মীয় নির্দেশনার অংশ। সরকারকে প্রতিপক্ষ ভেবে সরকারি নির্দেশনা ও স্বাস্থ্যবিধি লংঘন করা উচিত হবে না।
আসুন বদলে যাই। নিজের এবং দেশের প্রতি মনোযোগী হই।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *