নিকলীতে ১৮ শতাধিক ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ র্যাবের হাতে গ্রেফতার রওশন আরা। - পূর্বকণ্ঠ
নিকলীতে ১৮ শতাধিক ইয়াবা ও লক্ষাধিক টাকাসহ এক নারী মাদক ব্যবসায়ীকে র্যাব গ্রেফতার করেছে।
র্যাব-১৪ কিশোরগঞ্জ ক্যাম্পের উপ-পরিচালক লে. কমান্ডার এম শোভন খান জানিয়েছেন, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে খবর পেয়ে র্যাবের একটি দল গতকাল ১৯ মে বুধবার দিবাগত মধ্য রাতে নিকলীর বেতেরপুর এলাকা থেকে এক হাজার ৮৩০ পিস ইয়াবা ও এক লাখ ১১ হাজার টাকাসহ মৃত মোহব্বত আলীর স্ত্রী রওশন আরা বেগমকে (৫০) গ্রেফতার করেছে। এ ঘটনায় নিকলী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হচ্ছে।