• শুক্রবার, ১৭ মে ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জে সেবাইতদের প্রশিক্ষণ শেষে সনদপত্র বিতরণ ও সমাপনী অনুষ্ঠিত হোসেনপুরে তীব্র গরমে ক্লাসেই অসুস্থ ৩০ শিক্ষার্থী জেমসের টাকা বাড়লেও স্থাবর সম্পদ কমে গেছে, অন্যজনের স্ত্রীর আয় বেশি দলীয় প্রতীকে দুই প্রার্থী দাঁড়িয়েছেন করিমগঞ্জে বিএনপি নেতাদের নির্বাচনী ভিডিও কেন্দ্রের নজরে পাকুন্দিয়ায় মিথ্যা ও সম্মানহানিকর বক্তব্যের প্রতিবাদে সংবাদ সম্মেলন করিমগঞ্জে ৮ প্রার্থীর ৪ জনই আওয়ামী লীগের ‘আল্লাহ বাবাকে মাফ কর বাবাকে চিকিৎসা করাও’ ঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাঐতিহ্যের স্মারক রাজশাহী জেলাপ্রশাসন ২৫২ বছরে পদার্পণ কুলিয়ারচরে চারটি উন্নয়ন প্রকল্প উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার ফারজানা আলম

জমি সংক্রান্ত বিরোধের জেরে পাকুন্দিয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

জমি সংক্রান্ত বিরোধের জেরে
পাকুন্দিয়ায় সংখ্যালঘু পরিবারের ওপর
হামলা, ভাঙচুর ও লুটপাটের অভিযোগ

# নিজস্ব প্রতিবেদক :-

জমি সংক্রান্ত বিরোধের জেরে সংখ্যালঘু এক পরিবারের ওপর হামলার ঘটনা ঘটেছে। এসময় ঘরের আসবাবপত্র ভাঙচুর ও লুটপাটসহ তিন নারীকে পিটিয়ে গুরুতর আহত করেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এছাড়াও বাড়ির চারপাশে কাঁটাতার দিয়ে বেড়া দেওয়ায় অবরুদ্ধ হয়ে পড়েছে ওই সংখ্যালঘু পরিবারটি। গত ৩ এপ্রিল শনিবার সকালে কিশোরগঞ্জের পাকুন্দিয়া উপজেলার এগারোসিন্দুর ইউনিয়নের তালদর্শী গ্রামে এ ঘটনা ঘটে।
এ ঘটনায় গত শনিবার বিকেলে অশোক কুমার দে বাদী হয়ে ৩৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও ৫০-৬০ জনকে অভিযুক্ত করে পাকুন্দিয়া থানায় লিখিত অভিযোগ করেছেন।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, উপজেলার তালদর্শী গ্রামের অশোক কুমার দে এর সঙ্গে পাশের গ্রামের কুতুব উদ্দীন পাঠান গংদের দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিরোধ চলছে। এনিয়ে আদালতে দীর্ঘদিন ধরে মামলাও চলছে। এর জেরে শনিবার সকাল ৯টার দিকে কুতুব উদ্দীন ৫০-৬০ জন সন্ত্রাসী নিয়ে দেশীয় অস্ত্রসহ অশোক কুমার দে’র বাড়িতে হামলা চালায়। পরে বসতঘরে ঢুকে আসবাবপত্র ভাঙচুর করে এক লাখ টাকার ক্ষতি করে। এসময় সন্ত্রাসীরা সুকেচের ড্রয়ারের তালা ভেঙে নগদ ৫৫ হাজার ৫০০ টাকা ও স্টীলের আলমিরার ড্রয়ারের তালা ভেঙে সাড়ে তিন ভরি ওজনের স্বর্ণালংকার ও ১৪ হাজার টাকা মূল্যের একটি মুঠোফোন নিয়ে যায়। সন্ত্রাসীদের হাত থেকে মালামাল রক্ষার জন্য ছুঁটে যায় অশোক কুমার দে’র মা ঝর্ণা রাণী দে, স্ত্রী প্রিয়তি রানী দে ও বোন সীমা রাণী দে। এসময় সন্ত্রাসীরা এলোপাতাড়ি মারপিট করে তাদের গুরুতর আহত করে। এক পর্যায়ে শাহাদাত হোসেনের ছেলে দিদার প্রিয়তি রানীর গলা থেকে এক ভরি ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নিয়ে যায়। যার মূল্য ৬৫ হাজার টাকা। তাদের ডাক-চিৎকারে এলাকাবাসী এগিয়ে এলে হামলাকারীরা পালিয়ে যায়। পরে তাদের উদ্ধার করে পাকুন্দিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করা হয়।
অশোক কুমার দে বলেন, ‘আমরা নিরীহ সংখ্যালঘু পরিবারের সদস্য। মা, বোন ও স্ত্রীকে নিয়ে বসবাস করছি। অপর দিকে কুতুব উদ্দীন পাঠান গং খুবই খারাপ প্রকৃতির লোক। তারা ভাঙচুর ও লুটপাট চালিয়ে আমাদের ব্যাপক ক্ষতি করেছে। এমনকি বাড়ির চারপাশে পাকা পিলারের খুঁটি পুঁতে কাঁটাতারের বেড়া দিয়েছে কুতুব উদ্দীনের লোকজন। আমরা বাড়ি থেকে বের হতে পারছি না।’
অভিযুক্ত কুতুব উদ্দীনের মুঠোফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান বলেন, অভিযোগ পেয়েছি। তদন্ত সাপেক্ষ প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *