• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০২:৫৯ অপরাহ্ন |
  • English Version

পাকুন্দিয়ায় পুলিশের উদ্যোগে সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরণ শুরু

পাকুন্দিয়ায় পুলিশের উদ্যোগে
সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরণ শুরু

# রাজন সরকার :-

কিশোরগঞ্জের পাকুন্দিয়া থানা পুলিশের উদ্যোগে করোনার দ্বিতীয় ধাপ মোকাবেলায় সাধারণ লোকজনকে সচেতনতার লক্ষ্যে সপ্তাহ ব্যাপি মাস্ক বিতরণ কার্যক্রম শুরু হয়েছে। আজ ২১ মার্চ রোববার বেলা ১১টায় পৌরসদর বাজারের ঈদগাহ গেইটের সামনে অফিসার ইনচার্জ (ওসি) মো. সারোয়ার জাহানের নেতৃত্বে মাস্ক বিতরণ করা হয়।
এ ছাড়াও পৌরসদর বাজারের গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকায় লোকজনের মাঝে মাস্ক বিতরণের সময় বাজারে আগত মানুষদের উদ্দেশ্যে করোনার সচেতনতার বিষয়ে নানা দিক তুলে ধরেন ওসি।
এ সময় পুলিশ পরিদর্শক (তদন্ত) নাহিদ হাসান সুমন, উপ-পুলিশ পরিদর্শক মো. আরিফ রাব্বারী, কাওছার আল মাসুদ, আমিনুর রহমান, উপ-উপপুলিশ পরিদর্শক আশরাফ প্রমুখ উপস্থিত ছিলেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. সারোয়ার জাহান জানান, সারাদেশে করোনার দ্বিতীয় টেউ শুরু হয়েছে। প্রতিদিনই করোনায় আক্রান্তের সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। তাই এখনই আমাদের সবাইকে সচেতন থাকতে হবে। বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করতে হবে এবং সামাজিক দূরত্ব বজায় রেখে চলতে হবে। সাধারণ লোকদের সচেতনতা বৃদ্ধির লক্ষে সপ্তাহ ব্যাপি পাকুন্দিয়া থানা পুলিশ প্রতিদিন এক হাজার মানুষকে মাস্ক বিতরণের উদ্যোগ নিয়েছে। করোনার বিষয়ে সাধারণ মানুষকে প্রথম থেকেই বাংলাদেশ পুলিশ সচেতন করে যাচ্ছে। এ কার্যক্রম চলমান থাকবে বলেও তিনি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *