• বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ০৪:২৬ পূর্বাহ্ন |
  • English Version
শিরোনাম :
ভৈরবে নৌ পুলিশের অভিযানের পরেও চলছে নদী থেকে অবৈধ ড্রেজারে বালু উত্তোলন, ঝুঁকিতে সেতু ও ফসলি জমি কিশোরগঞ্জে আন্তর্জাতিক শব্দ সচেতনতা দিবস তৃষ্ণার্তদের মাঝে অ্যাপেক্স ক্লাবের বোতলজাত পানি ছাত্রলীগ নেতা মুখলেছের মরদেহ লুঙ্গি-ছোরা উদ্ধার ছাত্রলীগ নেতার হত্যাকারী মিজানের জবানবন্দী ছাত্রলীগ নেতা অপহরণ ও খুন খুনির দেখানো স্থানে লাশ নেই ইউপি চেয়াম্যানের বিরুদ্ধে নারী মেম্বারের মামলা ভৈরবে নদী থেকে বালু উত্তোলনের সময় ৩ জন আটক, ড্রেজার জব্দ ভৈরবে নারী সংক্রান্ত বিষয় নিয়ে বাকবিতণ্ডে দু’পক্ষের সংঘর্ষে ১২ জন আহত বাজিতপুরে সেইফ হেলথ প্রকল্পের নামে ভয়ঙ্কর প্রতারণার ফাঁদ, মহা-পরিচালকের ৩ মাসের কারাদণ্ড

কিশোরগঞ্জে ৭ মার্চ উদযাপন নিয়ে প্রশাসনের প্রস্তুতি সভা

৭ মার্চ উদযাপন নিয়ে কথা বলছেন জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম। - পূর্বকণ্ঠ

কিশোরগঞ্জে ৭ মার্চ উদযাপন
নিয়ে প্রশাসনের প্রস্তুতি সভা

# নিজস্ব প্রতিবেদক :-

কিশোরগঞ্জে ঐতহাসিক ৭ মার্চ উদযাপন নিয়ে জেলা প্রশাসনের উদ্যোগে প্রস্তুতি সভা হয়েছে। আজ ১ মার্চ সোমবার বিকালে কালেক্টরেট সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভার সভাপতি জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম জানিয়েছেন, দিবসটিকে সরকার ‘ক’ শ্রেণির জাতীয় দিবস হিসেবে ঘোষণা করেছে। এদিন সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে বিভিন্ন সরকারি, আধাসরকারি ও বেসরকারিসহ বিভিন্ন প্রতিষ্ঠানে জাতীয় পতাকা উত্তোলন করতে হবে। সকাল ৭টায় মুক্তিযোদ্ধা কমপ্লেক্স প্রাঙ্গনে বঙ্গবন্ধুর ম্যুরালে পুষ্পস্তবক অর্পণ করা হবে। এছাড়া দিনব্যাপী বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ প্রচার করা হবে। এদিন সকালে শিশু একাডেমি ও শিল্পকলা একাডেমিতে স্কুল-কলেজের শিক্ষার্থীদের নিয়ে আবৃত্তি প্রতিযোগিতা, শিল্পকলায় বঙ্গবন্ধুর জীবন ঘনিষ্ঠ ঐতিহাসিক কর্মকাণ্ডের ওপর আলোকচিত্র প্রদর্শনী, শহরের সৈয়দ নজরুল চত্বর ইসলামিয়া মার্কেট এলাকায় প্রামাণ্য চিত্র প্রদর্শন, শিল্পকলায় বিকাল ৪টায় আলোচনা সভা, পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হবে। অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম মোস্তফার সঞ্চালনায় আলোচনা সভায় জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট কামরুল আহসান শাহজাহান, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এমএ আফজাল, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ, জেলা গণতন্ত্রী পার্টির সভাপতি অ্যাডভোকেট ভূপেন্দ্র ভৌমিক দোলন, জেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার মো. আসাদ উল্লাহ, জেল সুপার মো. বজলুর রশিদ, সদর থানার পরিদর্শক জয়নাল আবেদীন প্রমুখ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *