• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০৪:৫৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

কিশোরগঞ্জে প্রথমবার জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপন

কিশোরগঞ্জে প্রথমবার জাতীয়
পরিসংখ্যান দিবস উদযাপন

# মোস্তফা কামাল :-

আজ ২৭ ফেব্রুয়ারি প্রথমবারের মত দেশে জাতীয় পরিসংখ্যান দিবস উদযাপিত হচ্ছে। এর অংশ হিসেবে আজ শনিবার সকালে কিশোরগঞ্জ জেলা প্রশাসন ও জেলা পরিসংখ্যান কার্যালয়ের উদ্যোগে দিবসটি উদযাপিত হয়েছে। জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে বেলুন উড়িয়ে দিবসটির উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. আব্দুল্লাহ আল মাসউদ। এরপর কালেক্টরেট সম্মেলন কক্ষে জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপ-পরিচালক সাঈদ আহমেদের সভাপতিত্বে মিঠামইনের পরিসংখ্যান কর্মকর্তা শাহ মো. আমিন আহসাানের সঞ্চালনায় ‘নির্ভরযোগ্য পরিসংখ্যান, টেকসই উন্নয়নের উপাদান’ শীর্ষক আলোচনায় অংশ নেন প্রধান অতিথিসহ ডেপুটি সিভিল সার্জন ডা. মো. মোস্তাফিজুর রহমান, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা কর্মাকর্তা মাহবুব জামান, জেলা প্রেস ক্লাবের সভাপতি মোস্তফা কামাল ও মিঠামইন পরিসংখ্যান কার্যালয়ের কর্মকর্তা আনোয়ার হোসেন।
আলোচকগণ বলেন, পরিসংখ্যান হচ্ছে একটি দেশ ও সরকারের ভবিষ্যত কর্মপরিকল্পনার মূল দিশারি ও হাতিয়ার। স্বাস্থ্যখাত হোক, কৃষিখাত হোক, শিক্ষাখাত হোক, জনশুমারি হোক বা যে কোন খাত হোক, প্রতিটি ক্ষেত্রে যেসব পরিসংখ্যান পাওয়া যায়, তার ওপর ভিত্তি করে উন্নতি বা ঘাটতির চিত্র উঠে আসে। সেই অনুসারে সরকার প্রয়োজনীয় খাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে পারে। অনেক সময় পারিবারিক পরিসংখ্যান নেয়ার ক্ষেত্রে অনেকেই সঠিক তথ্য দেন না। এতে ভুল তথ্য জাতীয় তথ্য ভাণ্ডারে সন্নিবেশিত হয়। এর ওপর ভিত্তি করে সরকারের গৃহীত পদক্ষেপও ভুল হয়ে যেতে পারে। কাজেই কেউ যেন ভুল তথ্য না দেন, সেদিকে সবাইকে সচেতন থাকার জন্য বক্তাগণ আহবান জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *