• শুক্রবার, ১৯ এপ্রিল ২০২৪, ০৭:৪৬ পূর্বাহ্ন |
  • English Version

হোসেনপুরে বারি উদ্ভাবিত উন্নত জাতের আলুর উপর মাঠ দিবস

হোসেনপুরে বারি উদ্ভাবিত উন্নত
জাতের আলুর উপর মাঠ দিবস

# উজ্জ্বল কুমার সরকার :-

কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় বারি উদ্ভাবিত উন্নত জাতের আলুর উপর মাঠ দিবস অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার চর দ্বিপেশ্বর এলাকায় এই মাঠ দিবসের আয়োজন করে সরেজমিন গবেষণা বিভাগ, কিশোরগঞ্জ।
বারি আলু-৪৬, বারি আলু-৪৭ ও বারি আলু-৫৩ চাষের এ উদ্যোগ অর্থায়ন করেছে কিশোরগঞ্জ কৃষি গবেষণা ইনস্টিটিউট।
কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানিক কর্মকর্তা ডক্টর মোহাম্মদ মহিউদ্দীন এর সভাপতিত্বে মাঠ দিবস অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন-জেলা কৃষি সম্প্রাসারণের অধিদপ্তরের অতিরিক্ত উপ-পরিচালক (উদ্যান) কৃষিবিদ মো. মতিউর রহমান।
এতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন-উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. ইমরুল কায়েস, উপজেলা কৃষকলীগের সভাপতি মো. আক্তার হোসেন দুলাল।অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন-উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. শফিকুল ইসলাম, মো. ফেরদৌস আলম, সাবেক পৌর কাউন্সিলর মো. ওবায়দুল হক গোলাপ, কৃষক মো. ছায়ামুদ্দিন ও মো. হারুন রশিদ।
মাঠ দিবস অনুষ্ঠান পরিচালনা করেন-কিশোরগঞ্জ কৃষি গবেষণা উপকেন্দ্রের বৈজ্ঞানিক কর্মকর্তা মানবেন্দ্র নাথ সরকার।
৮ জন কৃষক তাদের ৫ একর জমিতে বারি আলু-৪৬, বারি আলু-৪৭ ও বারি আলু-৫৩ উন্নত জাতের আলু চাষ করে আশানুরূপ ফলন পেয়েছেন বলে কৃষকরা জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *