কিশোরগঞ্জে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলমের নেতৃত্বে শহীদ মিনারে প্রশাসনের শ্রদ্ধার্ঘ। - পূর্বকণ্ঠ
কিশোরগঞ্জ সরকারি গুরুদয়াল কলেজ মাঠের কেন্দ্রীয় শহীদ মিনারে জেলা প্রশাসনের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়েছে। একুশের প্রথম প্রহরে সরকারের পক্ষে জেলা প্রশাসক মোহাম্মদ শামীম আলম প্রশাসনের অন্যান্য কর্মকর্তাদের নিয়ে প্রথম শহীদ মিনার বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এরপর তিনি মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক হিসেবে অন্যান্য মুক্তিযোদ্ধাদের নিয়ে মুক্তিযোদ্ধা সংসদের পক্ষেও পুষ্পস্তবক অর্পণ করেন।