আজ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষ্যে ভৈরব আওয়ামী লীগসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দের ভৈরব পৌর কেন্দ্রীয় শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণের মাধ্যমে শ্রদ্ধা জ্ঞাপন করেন। সূর্যোদ্বয়ের সাথে সাথে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সেন্টু’র নেতৃত্বে পৌর শহীদ মিনার চত্বরে পুস্পস্তবক অর্পণ করা হয়। এ সময় উপস্থিত উপজেলা আওয়ামী লীগ সহ-সভাপতি অধ্যাপক শামসুজ্জামান বাচ্চু, জাকির হোসেন কাজল, উপজেলা আওয়মা লীগ যুগ্ম-সাধারণ সম্পাদক খলিলুর রহমান, পৌর আওয়ামী লীগ সভাপতি এস.এম বাকী বিল্লাহ, সাবেক সভাপতি ইফতেখার হোসেন বেনু, সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, উপজেলা আওয়ামী লীগ প্রচার সম্পাদক মনিরুজ্জামান ময়না, অন্যতম সদস্য কবিরুজ্জামান নোমান। অপরদিকে পৌরসভার মেয়র অ্যাডভোকেট ফখরুল আলম আক্কাছ এর নেতৃত্বে পৌর শহীদ মিনারে পুস্পস্তবক অর্পণ করা হয়েছে। এছাড়াও যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগ, ভৈরব প্রেসক্লাব, বইমেলা পরিষদ, ভৈরব চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি, কাকলী খেলাঘর আসর, নিবেদিতা নাট্যাঙ্গনসহ বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ পুস্পস্তবক অর্পণ করেন।