• শুক্রবার, ২৯ মার্চ ২০২৪, ০২:২৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

স্বাস্থ্যসচিব মান্নানকে বাড়িতে অবরুদ্ধ করেছে এলাকাবাসী

বামে চলছে রাস্তা প্রশস্তকরণের কাজ। ডানে নির্মিত হচ্ছে কমিউনিটি ক্লিনিক। - পূর্বকণ্ঠ

স্বাস্থ্যসচিব মান্নানকে বাড়িতে
অবরুদ্ধ করেছে এলাকাবাসী

# নিজস্ব প্রতিবেদক :-

স্বাস্থ্যসচিব আব্দুল মান্নানকে আজ ৬ ফেব্রুয়ারি শনিবার দুপুরে গ্রামের বাড়িতে অবরুদ্ধ করার ঘটনা ঘটেছে। সচিবের বিরুদ্ধে বিভিন্ন শ্লোগান দিয়ে একদল লোক লাঠিসোটা নিয়ে মিছিলও করেছে। সচিবের বাড়িতে অবস্থান করা সহকারী কমিশনার (ভূমি) আশরাফুল আলম, সচিবের বাড়ির পাশে একটি নির্মাণাধীন কমিউনিটি ক্লিনিকের শ্রমিক এবং পাশের রাস্তায় কাজ করা শ্রমিকদের ওপর হামলার ঘটনাও ঘটেছে। খবর পেয়ে উপজেলা চেয়ারম্যান ডা. মোস্তাকুর রহমান এবং উপজেলা নির্বাহী অফিসার মোছা. আকতারুন নেছা পুলিশ নিয়ে ঘটনাস্থলে গেলেও তোপের মুখে ফিরে আসেন। পরবর্তীতে আবারো আইন শৃংখলা বাহিনীর সদস্যরা গিয়ে পরিস্থিতি শান্ত করে। কটিয়াদী থানার ওসি এমএ জলিল পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে বলে জানিয়েছেন। আজ বেলা সোয়া ১২টার দিকে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, সচিবের পারিবারিক কৃষি জমির একাংশের ওপর নির্মিত হচ্ছে কমিউনিটি ক্লিনিক। ক্লিনিকে যাবার জন্য এর পাশেই কটিয়াদী-নিকলী পিছঢালা প্রশস্ত রাস্তা থাকার পরও সেই রাস্তা থেকে অন্য দিক দিয়ে ঘুরিয়ে আরো একটি কাঁচা রাস্তাকে প্রশস্ত ও পাকা করে নির্মাণ করার কাজ চলছে। তবে রাস্তাটির এক পাশে সরকারি খাস জায়াগাসহ সচিবের কৃষি জমি থাকলেও রাস্তাটি অপর পাশ দিয়ে অন্য মানুষদের জায়গার ওপর দিয়ে প্রশস্ত করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। এতে অনেকেই ক্ষতিগ্রস্ত হচ্ছেন। ফলে এলাকাবাসীর মধ্যে এক ধরনের ক্ষোভ বিরাজ করছিল। এরই বহিঃপ্রকাশ হিসেবে শনিবার হামলা ও অবরোধের ঘটনা ঘটেছে বলে এলাকাবাসী জানিয়েছে। এর বাইরেও এলাকায় রাজনৈতিক নানা সমীকরণ কাজ করছে বলেও এলাকাবাসী ধারণা দেন। সচিবের লোকজন এর পেছনে স্থানীয় এমনি নূর মোহাম্মদের ইন্দনের অভিযোগ করলেও এমপির লোকজন তা নাকচ করে বলেন, এলাকাবাসী ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলেই এর বহিঃপ্রকাশ হিসেবে এ ঘটনাটি ঘটেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *