• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ১২:১০ অপরাহ্ন |
  • English Version

কিশোরগঞ্জে ভার্চুয়াল পদ্ধতিতে হবে ৪২তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

কিশোরগঞ্জে ভার্চুয়াল
পদ্ধতিতে হবে ৪২তম
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ

# মোস্তফা কামাল :-

করোনা পরিস্থিতির কারণে গতবছর জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের নির্দেশনায় ভার্চুয়াল পদ্ধিতিতে অনুষ্ঠিত হয়েছিল ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এবারও কিশোরগঞ্জে ভার্চুয়াল পদ্ধতিতেই অনুষ্ঠিত হবে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। এ উপলক্ষে আজ ১৩ জানুয়ারি বুধবার বেলা ১১ টায় জেলা কালেক্টরেট সম্মেলন কক্ষে অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রস্তুতি সভা হয়েছে। সভায় সিদ্ধান্ত হয়, আগামী ২৬, ২৭ ও ২৮ জানুয়ারি কিশোরগঞ্জে অনুষ্ঠিত হবে ৪২তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ। প্রথম দিন ২৬ জানুয়ারি বেলা ১১টায় জুম প্রযুক্তিতে অনুষ্ঠিত হবে ‘তথ্য প্রযুক্তির সদ্ব্যবহার ঃ আসক্তি রোধ’ শীর্ষক সেমিনার। পরদিন ২৭ জানুয়ারি বেলা ১২টায় অনুষ্ঠিত হবে তিন গ্রুপের শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান অলিম্পিয়াড। অলিম্পিয়াডে এক ঘণ্টায় ১০০ প্রশ্নের উত্তর দেবে প্রতিযোগিরা। ভার্চুয়াল পদ্ধতির বিজ্ঞান মেলায় বিভিন্ন গ্রুপ থেকে ভার্চুয়াল পদ্ধতিতে যার যার প্রকল্পের ওপর অডিও-ভিডিও প্রদর্শন করবে। শেষ দিন ২৮ জানুয়ারি অলিম্পিয়াড ও বিজ্ঞান মেলায় অংশগ্রহণকারীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হবে। প্রস্তুতি সভায় আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার অনির্বাণ চৌধুরী, সিভিল সার্জনের প্রতিনিধি ডা. জহির আহমেদ ও জেলা শিক্ষা কর্মকর্তা মো. জুলফিকার হোসেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *