• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩৪ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে নিরাপদ সড়ক চাই এর ২৭ বছর পূর্তি উদযাপন

ভৈরবে নিরাপদ সড়ক চাই
এর ২৭ বছর পূর্তি উদযাপন

# মিলাদ হোসেন অপু :-

নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার আয়োজনে ২৭ বছর পূর্তি উদযাপন উপলক্ষে বিতর্ক প্রতিযোগিতা, আলোচনা সভা, কেক কাটা ও লিফলেট বিতরণ অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটির মিডিয়া পার্টনার ছিলেন দৈনিক পূর্বকণ্ঠ।
পথ যেন হয় শান্তির মৃত্যুর নয়- এ শ্লোগানকে প্রতিপাদ্য করে আজ ১ ডিসেম্বর উপজেলা পরিষদ মিলনায়তনে নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সভাপতি এসএম বাকী বিল্লাহ সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক মো. জাহাঙ্গীর আলম সেন্টু, পৌর আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আতিক আহমেদ সৌরভ, ভৈরব টিভি জার্নালিস্ট এসোসিয়েশন সভাপতি আসাদুজ্জামান ফারুক, হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. অহিদুর রহমান প্রমুখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন নিরাপদ সড়ক চাই ভৈরব শাখার সাধারণ সম্পাদক মো. আলাল উদ্দিন।আলোচনার পূর্বে এক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয় ও বাংলাদেশ রেলওয়ে উচ্চ বিদ্যালয়। আলোচনার মুখ্য বিষয় ছিল জনসচেতনতায় পারে সড়কের শৃঙ্খলা ফেরাতে। বিতর্ক প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন হাজী জহির উদ্দিন উচ্চ বিদ্যালয়। সেরা বক্তা সাদিয়া হক জেবিন।বিতর্ক প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন, সাদ বাংলাদেশ নির্বাহী পরিচালক এম. মতিউর রহমান সাগর, দৈনিক প্রথম আলো নিজস্ব প্রতিবেদক মো. সুমন মোল্লা, এনটিভি স্টাফ রিপোর্টার মোস্তাফিজ আমিন। আলোচনা সভায় প্রধান অতিথি লুবনা ফারজানা বলেন, প্রতি নিয়ত সড়কে প্রাণ হারাচ্ছে অসংখ্য মানুষ। সড়কে নিরাপত্তা ফিরিয়ে আনতে নিরাপদ সড়ক চাই সংগঠনটি সুনামের সাথে দীর্ঘ ২৭ বছর যাবত আন্দোলন ও লড়াই সংগ্রাম করে যাচ্ছে। ইতিমধ্যে সফল হয়েছে সংগঠনটি। নিরাপদ সড়ক চাই সামাজিক আন্দোলনে ২০ কোটি মানুষের একটি প্রাণের দাবী যেন সড়কে প্রাণ দিতে না হয়। সরকার নিরাপদ সড়ক চাই এর সাথে ঐক্যতা ঘোষণা করে আন্দোলনকে বিভিন্নভাবে সহযোগিতা করে যাচ্ছে। সড়কে চালকদের সরকারিভাবেও প্রশিক্ষণের ব্যবস্থা করে দিয়েছে। প্রশাসনকে সড়কের নীতিমালার সঠিক আইন মেনে তা পালন করতে আদেশ দিয়েছে। ভৈরবে নিরাপদ সড়ক চাই এর আন্দোলনকে ত্বরান্বিত করতে ভৈরব প্রশাসন যে কোন ধরণের সহযোগিতা করবে বলে জানান তিনি।

 

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *