• বৃহস্পতিবার, ২৮ মার্চ ২০২৪, ০৪:৩৩ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :

ভৈরবে করোনা প্রতিরোধে সকল ইউনিয়নের মহিলাদের সাথে উঠান বৈঠক শেষ করলেন ইউএনও

ভৈরবে করোনা প্রতিরোধে সকল
ইউনিয়নের মহিলাদের সাথে উঠান
বৈঠক শেষ করলেন ইউএনও

# মিলাদ হোসেন অপু :-

ভৈরবে করোনা প্রতিরোধে উপজেলার ৭ ইউনিয়নের প্রতিটি ইউনিয়ন পরিষদে দফায় দফায় মহিলাদের সাথে উঠান বৈঠক করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) লুবনা ফারজানা। উঠান বৈঠক শেষে গ্রামের মহিলা ও শিশুদের মাঝে বিনামূল্যে মাস্ক বিতরণ করেন তিনি। আজ ৩০ নভেম্বর সোমবার উপজেলার শিমুলকান্দি ইউনিয়ন পরিষদে গ্রামের মহিলাদের সাথে শেষ বৈঠক করেন। নো মাস্ক নো সার্ভিসকে প্রতিপাদ্য করে উঠান বৈঠকে শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান জুবায়ের আলম দানিছ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা। এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শামসুন্নাহার তাসনিম, শিমুলকান্দি ইউনিয়ন পরিষদ সচিব মৃদুল কান্তি ঘোষ প্রমুখ। এছাড়াও আলোচনা সভায় ইউনিয়নের সকল ইউপি সদস্যগণ ও গ্রামের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার লুবনা ফারজানা বলেন, ভৈরবে করোনার দ্বিতীয় ঢেউ মোকাবেলায় অল্প দিনের ভিতরে উপজেলার ৭ ইউনিয়নে গ্রামের মহিলাদের সাথে উঠান বৈঠক করা হয়েছে। এই শীতের প্রাদুর্ভাবে করোনা বেড়ে যাওয়ার সম্ভাবনা বেশী। ভৈরবেও করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে গিয়েছে। তাই একটি পরিবারে স্বাস্থ্য সচেতনতায় প্রধান ভূমিকা পালন করেন মায়েরা। মায়েদের সচেতন করতেই গ্রামের মহিলাদের সাথে উঠান বৈঠকের কর্মসূচি হাতে নিয়েছিলাম। মায়েরা যদি সচেতন হয় তাহলে পরিবারে সদস্যরা সুস্বাস্থ্য জীবন যাপন করতে পারবে। করোনা মোকাবেলায় নিয়মিত মাস্ক পরিধানেই করোনা থেকে রক্ষা পাওয়া সম্ভব। সরকারি নির্দেশনা অনুযায়ী নো মাস্ক নো সার্ভিস চালু থাকলে মাস্ক ছাড়া কেউ সেবা পাবে না। আর মাস্ক পরলেই করোনা মোকাবেলা করা সম্ভব হবে। এ সময় তিনি গ্রামের মহিলা ও শিশুদের উদ্দেশ্যে বলেন, নিয়মিত মাস্ক পরিধান করবেন, শারীরিক দূরত্ব নিশ্চিত করবেন, হাঁচি-কাশি দেয়ার সময় নিয়ম মেনে চলবেন, সর্দি-জ্বর হলে টেস্ট করিয়ে আইসোলেশন নিশ্চিত করবেন। তাহলেই ভৈরব থেকে করোনা নির্মূল করা সম্ভব হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *