• শনিবার, ২০ এপ্রিল ২০২৪, ০৭:৫৭ পূর্বাহ্ন |
  • English Version

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন –অধ্যাপক মো. মোতাহার হোসেন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রথম মহিলা ডীন

অধ্যাপক মো. মোতাহার হোসেন

রত্মগর্ভা কিশোরগঞ্জ। ষোড়শ শতাব্দিতে শিক্ষা ও সংস্কৃতির রাজধানী ছিল এ জনপদ। বিশেষ করে যে সকল অসাধারণ প্রতিভাবান নারীর জন্মের জন্য আমরা এ জেলাবাসী গর্বিত তার মধ্যে মনসা মঙ্গল কাব্য ধারার প্রবর্তক চন্দ্রাবতী, শিল্পি মালতী ঘোষাল, সাহিত্যিক বিন্দুবাসীনিদাসী, রমা চৌধুরী, শিক্ষাবিদ কিরণময়বসু ও বেগম আজিজুননেছা অন্যতম। এরা প্রত্যেকেই স্ব স্ব ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। মহীয়সী আজিজুননেছা ১৯২০ সালে ১ জুলাই এক শুভলগ্নে হোসেনপুর উপজেলার জগদল গ্রামে এক মুসলিম সম্ভ্রান্ত পরিবারে জন্ম গ্রহণ করেন। বেগম খায়রুনেছা ও বাবা মো. ফজর আলীর সাত কন্যার মধ্যে তিনি ছিলেন পঞ্চম। শৈশব থেকেই বালিকা আজিজুননেছা অত্যন্ত মেধাবী ও বুদ্ধিমতি ছিলেন। বাবার কোন ছেলে সন্তান ছিলনা তাই মেয়েদেরকেই মানুষ করার জন্য সচেষ্ট হন। বিশেষ করে আজিজুননেছার প্রতি তার দুর্বলতাটা একটু বেশী ছিল। ফজর আলী সাহেব আইন পেশায় জড়িত ছিলেন। এই খ্যাতনামা আইনবিদ তৎকালীন সময়ে নারী শিক্ষার প্রসারে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন। তাই তার নিজের সংসারও শুধু লেখাপড়ার জন্য কিশোরগঞ্জ শহরে স্থায়ীভাবে স্থানান্তরিত করেন। এখানে এক মিশনারী স্কুলে মেয়েকে ভর্তি করে দেন। বালিকা আজিজুননেছা শিক্ষা জীবনের শুরুতেই মেধার স্বাক্ষর রাখতে সক্ষম হন। স্কুলে প্রতি ক্লাশেই বিরাট নাম্বারের ব্যবধানে তিনি প্রথম হতে শুরু করেন। এক সময় তার মেধার প্রকাশ সারা কিশোরগঞ্জে সবার মুখে মুখে ছড়িয়ে পড়ে। ইতোমধ্যেই তার নিজ শহরেই কৃতিত্বের সাথে ১৯২৬ সালে নিম্ন প্রাথমিক শিক্ষা সমাপ্ত করেন। তিনি নিম্ন প্রাথমিক বৃত্তি পরীক্ষায় সারা দেশে প্রথম স্থান অধিকার করে গোল্ড মেডেল অর্জন করতে সক্ষম হন। এবার উচ্চ প্রাথমিক শিক্ষা গ্রহণের পালা। কিন্তু তৎকালীন বৃটিশ শাসন আমলে মেয়েদের জন্য আলাদা এ ধরণের কোন ব্যবস্থা কিশোরগঞ্জে ছিল না। তাই মা বাবা অনেকটা বাধ্য হয়েই তাদের আদরের মেয়েকে ময়মনসিংহে পাঠান। সেখানে সনামধন্য বিদ্যাময়ী স্কুলে তাকে ভর্তি করা হয়। বিদ্যাময়ী স্কুলে ইতোপূর্বে আর কোন মুসলীম শিক্ষার্থী ভর্তি হয়নি। উচ্চ প্রাথমিক শিক্ষাও শেষ হল। এবারের ফলাফলে সারা দেশবাসীকে বিস্মিত করলেন। তিনি স্বর্ণ পদকসহ এবারও সমগ্র দেশে প্রথম স্থান অধিকার করে বসলেন। ১৯৩০ সাল, মাধ্যমিক বৃত্তি পরীক্ষা সেখানেও তিনি একই ফলাফল করলেন। যার ফলে তার মাতৃসম বিদ্যাময়ী স্কুল, পুরো ময়মনসিংহ এবং তার নিজ শহর কিশোরগঞ্জের জন্য বয়ে নিয়ে এলেন এক বিরল সম্মান। এবার তিনি “নারী শিক্ষা” শীর্ষক রচনা প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে আবারও স্বর্ণপদক লাভ করেন। তার নামের সাথে স্থায়ীভাবে যুক্তহল গোল্ড মেডেল আজিজুননেছা।
১৯৩৫ সালে অসাধারণ মেধাবী এই কিশোরী বিদ্যাময়ী স্কুল থেকে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে অংক ও সংস্কৃতে লেটারসহ প্রথম বিভাগে ডিসটিংশন ও সরকারি বৃত্তি নিয়ে ম্যাট্রিক পাশ করেন। যে যুগে পাশের বিষয়টিই ছিল কঠিন সে যুগে ফাস্টডিভিশন সেত কল্পনা করাও ছিল বিস্ময়ের বিষয়। আজিজুননেছা এই কঠিন কাজটিই করেছিলেন কঠোর সাধনার বলে। বালিকা আজিজুননেছা ছোটবেলা থেকেই খুব ধার্মিক ছিলেন। তৎকালীন সময়ে তিনি বিদ্যাময়ী স্কুলে একমাত্র মুসলিম শিক্ষার্থী। স্কুল চলাকালীন সময়ে নামাজ আদায়ের জন্য তিনি প্রধান শিক্ষকের কাছ থেকে আলাদা প্রেয়ার রোম বরাদ্ধ নিয়ে ছিলেন। কঠোর অধ্যাবসায়ী, প্রচণ্ড মেধাবী আজিজুননেছা ম্যাট্রিক পাশ করার পর সরকারি ইডেন কলেজে ভর্তি হন। তৎকালীন ধর্মীয় রক্ষণশীল সমাজ ব্যবস্থায় নারী শিক্ষা ছিল সত্যিই একটি কঠিন বিষয়। এই কঠিনকেই চ্যালেঞ্জ করে ভয়ংকর দুর্গমপথ পাড়ি দিতে হয়েছিল তাকে। যা হোক দৃঢ়চেতা এই নারী অত্যন্ত সফলতার সাথে ১৯৩৯ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে বি.এ পাশ করেন। এরপর তিনি ভর্তি হন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগে তখন শিক্ষক ছিলেন কবি জসিম উদ্দিন, ভাষাবিদ ড. মুহাম্মদ শহীদুল্লা, প্রবাদ পুরুষ মোহিত লাল মজুমদার, নিবেদিত প্রাণ শিক্ষক গণেশচরণ বসু এবং পণ্ডিত আশুতোষ ভট্টাচার্য। তাদের সান্নিধ্যে মনিষী আজিজুননেছাও ক্রমাগত জ্ঞানের তাপে দগ্ধ হচ্ছিল। এরপর তার সে উষ্ণতা এক সময় সারা দেশে ছড়িয়ে দিয়েছিলেন। ড. মুহাম্মদ শহীদুল্লাহ তার বাবার ঘনিষ্ঠ বন্ধু ছিলেন। তাই তিনি আজিজুননেছাকে খুব স্নেহ করতেন। তিনি তার লোকাল গার্ডিয়ানও ছিলেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে তিনি অত্যন্ত কৃতিত্বের সাথে ১৯৪১ সালে এম. এ পাশ করেন। তিনি দ্বিতীয় বিভাগে প্রথম স্থান অধিকার করেন। সেবছর তিনিই এ বিভাগে সবোর্চ্চ ভাল ফলাফল করেছিলেন। তিনি যেবছর পাশ করে বের হন তার পরের বছর বাংলা বিভাগে ভর্তি হন জ্ঞান তাপস ড. আহাম্মদ শরীফ। তৎকালীন কিশোরগঞ্জ মহকুমায় তিনিই প্রথম মহিলা, যিনি এম. এ পাশ করেছিলেন।
১৯৩৯ সালের ২৬ আগস্ট। তৎকালীন বাংলার মুখ্যমন্ত্রী ও শিক্ষামন্ত্রী ছিলেন শেরে বাংলা একে ফজলুল হক। শিক্ষা ক্ষেত্রে পশ্চাৎপদ, সুবিধা বঞ্চিত ও অনগ্রসর মুসলীম মহিলাদের জন্য কলকাতার পার্ক সার্কাসে লেডি ব্রেবোর্ন নামে একটি কলেজ প্রতিষ্ঠা করেন। সেই সাথে ছাত্রীদের থাকার জন্য নির্মাণ করেন এক মনোরম হোস্টেল। কলেজ প্রতিষ্ঠার পর সেখানে ভারতবর্ষ ও ইংল্যান্ডের অত্যন্ত দক্ষ ও যোগ্য শিক্ষকদেরকে নিয়োগ দেওয়া হয়। বাংলার মুখ্যমন্ত্রী তাকে সরাসরি এ প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান করেন। শিক্ষা জীবন শেষ করার সাথে সাথেই এ ধরণের একটি গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানে নিয়োগ প্রদান সেটা ছিল তার জন্য স্বপ্নের চেয়েও বেশি কিছু। যাহোক আজিজুননেছার কর্মজীবন শুরু হয় লেডি ব্রেবোর্ন কলেজই। কিন্তু এ সুখ তার ভাগ্যে বেশিদিন সইল না। বাড়ি থেকে টেলিগ্রাম এল তার স্নেহময়ী মা গুরুতর অসুস্থ। তাকে জীবিত দেখতে হলে টেলিগ্রাম পাওয়ার সাথে সাথেই যেন চলে আসেন। মায়ের ডাকে সারা দিয়ে বিদ্যাসাগর তরঙ্গ বিক্ষুদ্ধ প্রমত্তা দামোদর নদী অন্ধকার রাতে সাতরিয়ে পাড়ি দিয়ে ছিলেন। আর লেডিব্রেবোর্ন কলেজে তরুণ অধ্যাপিকা টেলিগ্রাম পাওয়া মাত্রই অর্থ, সম্মান আর ঐশ্বর্যের আকর্ষণকে পিছনে ফেলে চাকরিতে ইস্তফা না দিয়েই চলে এলেন মায়ের কাছে। কিন্তু মমতাময়ী মা আর সুস্থ হলেন না। একান্ত প্রিয়জনদের কাঁদিয়ে চিরদিনের জন্য চলে গেলেন পরপারে। এদিকে মায়ের মৃত্যুর পর বাবাও ভেঙ্গে পড়লেন। তিনিও অসুস্থ হয়ে পড়লেন। মাতৃ বিয়োগ সহ্য করতে না করতেই বাবাও গুরুতর অসুস্থ হয়ে শয্যাশয়ী হলেন। লেডি ব্রেবোর্নের চাকরীতে আর যোগদান হল না তার। কিশোরগঞ্জেই থেকে গেলেন। যোগদান করলেন কিশোরগঞ্জের সনামধন্য এস.ভি বালিকা উচ্চ বিদ্যালয়ে প্রধান শিক্ষিকা হিসাবে। স্কুল প্রতিষ্ঠার পর প্রথম প্রধান শিক্ষক ছিলেন বাবু জগৎচন্দ্র চক্রবর্তী এবং পরে প্রকাশচন্দ্র চক্রবর্তী। তিনি এই স্কুলে প্রথম মুসলিম এবং মহিলা প্রধান শিক্ষিকা। উনার পরের প্রধান শিক্ষক রায়মোহন দাস তিনিও পুরুষ এবং হিন্দু ছিলেন। রায় বাবু ১৯৫৭ সাল পর্যন্ত এই পদে অধিষ্ঠিত ছিলেন। যাহোক তিনি দুই বছর প্রধান শিক্ষিকার দায়িত্ব পালন করার পর ১৯৪৬ সালে স্কুল পরিদর্শক হিসাবে সরকারি চাকরীতে যোগদান করেন। চাকরীর কারণে তাকে বাধ্যতামূলক ভাবে বি.টি করার জন্য ১৯৪৯ সালে ঢাকার আর্মানি টোলা সরকারি বালক উচ্চবিদ্যালয়ের পাশে স্থাপিত টিচার্স ট্রেনিং কলেজে ভর্তি হতে হয়। কলেজে তিনি ছাড়া আরো সাতজন ছাত্রী ভর্তি হয়েছিল। ছাত্রীদের মধ্যে তিনিই সিনিয়র। তাই তাকেই কলেজ হোস্টেলের সুপারিনটেনডেণ্টের পদটি দেওয়া হয়। বরাবরের মতই গভীর মনোযোগের সাথে চলছে তার লেখাপড়া। কারণ যে মেয়ের জীবনে কোনদিন কোন ক্লাসে সেকেন্ড হয়নি তাকেত ফাস্ট হতেই হবে। সেই সাথে বাদসাধল কুমিল্লা ফয়জুননেছা সরকারি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা হেলেনা খান। তিনি লেডি ব্রেবোর্নের ছাত্রী। আর আজিজুন নেছা ছিলেন সেই কলেজের অধ্যাপিকা অর্থাৎ তার সরাসরি শিক্ষিকা। সুতরাং অনেকটা বাধ্য হয়েই প্রথম হবার সম্মান রক্ষার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এদিকে হেলেনা খানও তার প্রিয় শিক্ষিকার সাথে একই ক্লাসে পড়তে এসে বেশ বিব্রত হয়ে পড়লেন। যাহোক পরিবেশ স্বাভাবিক করার জন্য আজিজুননেছা নিজে থেকে স্নেহের পরশে সকলকে কাছে টেনে নিলেন। এরপর গল্প-গুজব, আনন্দ-বেদনা গ্র“পস্ট্যাডি, সিমুলেশান, মাইক্রোটিচিং, প্রেকটিস টিচিং, পাঠটীকা ও বাস্তব উপকরণ তৈরী এবং একস্ট্রা কারিকুলামের মধ্যে দিয়ে চলে দীর্ঘ আটমাস। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে বি.টি পরীক্ষা এরই মধ্যে সমাপ্ত হয়। এবারও তিনি মেয়েদের মধ্যে প্রথম বারের মত রেকর্ড পরিমান নাম্বার পেয়ে প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারের গৌরব অর্জন করেন। বি.টি পাশ করার সাথে সাথেই পিএসসিতে পরীক্ষা দিয়ে ইডেন কলেজের বাংলা বিভাগের প্রফেসর পদে যোগদান এবং কিছুদিনের মধ্যেই তিনি এই কলেজে ভাইস প্রিন্সিপালের দায়িত্বে নিয়োজিত হন। ১৯৫০-৫২ এই দুই বছর তাকে তার প্রিয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উইমেন হলের সুপারিনটেনডেণ্টের দায়িত্ব দেওয়া হয়। ১৯৫৩ সালে তিনি স্টেট স্কলারশিপ নিয়ে আমেরিকায় গমন করেন। সেখানে আরিজোনা স্টেট ইউনিভার্সিটি থেকে ডিপ্লোমা-ইন-সেকেন্ডারি এডুকেশান এ্যাডমিনিস্টেশানে ডিগ্রি লাভ করেন। একই বিশ্ববিদ্যালয় থেকে তিনি এম-এ-ইন এডুকেশান ডিগ্রি লাভ করে দেশে ফিরে আসেন। ১৯৫৭ সালে তিনি করাচিতে এডুকেশান কনফারেন্সে যোগ দেন। করাচি থেকে ফিরে এসে তিনি ময়মনসিংহ মহিলা টিচার্স ট্রেনিং কলেজের প্রিন্সিপালের পদে যোগদান করেন। একটানা পনেরো বছর তিনি এই পদে কর্মরত ছিলেন। শিক্ষাক্ষেত্রে অসাধারণ অবদানের জন্য ১৯৬৬ সালে তিনি তৎকালীন জাতীয় খেতাব টি কিউ এ লাভ করেন। ১৯৬৭ সালে ময়মনসিংহের চাকরী শেষ করে পরের বছর তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ফেকালটির ডীন নির্বাচিত হন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অবিভক্ত সমগ্র পাকিস্তানের প্রথম মহিলা ডীন। এরপর তিনি জয়েন্ট ডিপিআই পদে দায়িত্ব পালন করেন। ১৯৭৭ সালে অবসর গ্রহণ করার পর পুনরায় পাবলিক সার্ভিস কমিশনের সদস্য হিসাবে যোগদান করেন। পাঁচ বছর এই পদে দায়িত্ব পালনের পর ১৯৮২ সালে চূড়ান্ত অবসর গ্রহণ করেন।
আজিজুননেছার শিক্ষা ও কর্মজীবন ছিল ঘটনাবহুল ও বহুমাত্রিক। ব্যক্তি জীবনে তিনি অত্যন্ত দায়িত্বশীল ও কর্মবীর ছিলেন। নিরবচ্ছিন্নভাবে তিনি কাজ করে গেছেন একাধারে। রাষ্ট্রীয় কাজে তিনি পৃথিবীর বিভিন্ন দেশ চষে বেড়িয়েছেন। যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, ভারত, পাকিস্তান, মিশর, ইরান, থাইল্যান্ড ও জাপানে বহুবার বিভিন্ন আন্তর্জাতিক মিটিং ও কনফারেন্সে বাংলাদেশ সরকারের প্রতিনিধি হিসাবে যোগদান করে দায়িত্ব পালন করেছেন। দেশের ভিতরেও অনেক গুরুত্বপূর্ণ কমিটিতে তিনি বহুবার দায়িত্ব পালন করেছেন। এর মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল, বাংলা অনুষদ, ফ্যাকালটি অব এডুকেশন, ফ্যাকালটি অব আর্টস, সিলেবাস কমিটি (মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা), ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিএড এর (বি-গ্র“প) একজামিনেশান কমিটির চেয়ারম্যান, জাতীয় কমিটি মহিলা শিক্ষা, ভিকারুন নিসা নুন বালিকা বিদ্যালয়ের পরিচালনা কমিটি, ন্যাশনাল ফেডারেশন অব বিজনেস এ্যান্ড প্রফেশনাল উইমেন, ম্যাস এডুকেশান ইভালুয়েশান কমিটি এবং মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের বিভিন্ন গুরুত্বপূর্ণ কমিটিতে অত্যন্ত নিষ্ঠার সাথে দায়িত্ব পালন করেন। এ ছাড়া ঢাকার বিভিন্ন মহিলা সংস্থা ও সংস্কৃতিক প্রতিষ্ঠানেও অত্যন্ত দক্ষতার সাথে দায়িত্ব পালন করেন। তিনি মেয়েদের মুক্তচিন্তা ও প্রগতিশীল শিক্ষার প্রসারে এবং সংস্কৃতি বিকাশে নিরন্তর চেষ্টা করেন। ময়মনসিংহে অবস্থান কালেও তিনি এ জাতীয় কাজে নিজেকে নিয়োজিত রেখেছিলেন। বাংলাদেশ বেতার ও টিভিতে তিনি ধর্ম ও শিক্ষাবিষয়ক অনুষ্ঠানে নিয়মিত অংশগ্রহণ করতেন। ধর্ম ও শিক্ষাক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ ইসলামিক ফাউন্ডেশান তাকে মহিলা শাখার ধর্ম সংক্রান্ত বিষয়ের দায়িত্বে নিয়োজিত করেছিলেন। ১৯৮৬ সালে বাংলাদেশ কুরআনিক স্কুল সোসাইটি তাকে আজীবন সদস্যপদ প্রদান করেন। তিনি শিক্ষা ও ধর্মীয় বিষয়ে অংসখ্য গুরুত্বপূর্ণ প্রবন্ধ ও পুস্তক রচনা করেন।
ব্যক্তি জীবনে সদাহাস্যময়ী, ধর্মপ্রাণ, বিশ্বস্থ, সদাচারী এই নারী কোনদিন এক ওয়াক্ত নামাজ কাযা করেননি। প্রতিদিন তিনি কোরআন শরীফ তেলাওয়াত করতেন। জীবনে তিনি দুইবার পবিত্র হজ্বব্রত পালন করেন। তিনি ছিলেন নারী সমাজের মহান আদর্শ এবং পরবর্তী প্রজন্মের অনন্ত প্রেরণার উৎস।
শিক্ষা আর শিক্ষা, কাজ আর কাজ, প্রতিমুহুর্ত তিনি নিজেকে ব্যস্ত রাখতেন। শিক্ষা আর কর্মের বিশাল প্রান্তরে পদচারনায় তিনি এতটাই ব্যস্তছিলেন যে নিজেকে নিয়ে ভাববার মত এক মুহুর্ত সময়ও পাননি। দেশ, সমাজ, নারীশিক্ষা, কলেজ, বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় প্রশাসনিক ও বহুবিদ সাংস্কৃতিক কর্মকাণ্ডের মধ্যে দিয়ে জীবন যে কখন গড়িয়ে গেল তা তিনি টেরও পাননি। তাই তার নিজের সংসার গড়ার সুযোগ কখনো হয়নি। পৃথকভাবে নিজের ঘর বাঁধতে না পাড়লেও আত্মীয় পরিজন নিয়ে তিনি গড়ে তুলেছিলেন এক সুখের সংসার। এই বিদূষী নারীর প্রত্যক্ষ তত্ত্বাবধানে তার বোনের ছেলেমেয়েদের সত্যিকার মানুষ হিসাবে গড়ে ওঠা সম্ভব হয়েছিল। তারাও পরবর্তী সময়ে জাতীয় গুরুত্বপূর্ণ ক্ষেত্রে বিশেষ অবদান রাখতে সক্ষম হয়। তাদের মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল সাইকোলজি বিভাগে প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ৫০ উর্ধ জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে প্রকাশিত প্রবন্ধও পুস্তকের লেখিকা প্রফেসর ড. রোকেয়া আহমেদ, জাহাঙ্গীর নগর বিশ্ববিদ্যালয়ের পদার্থ বিদ্যা বিভাগের অধ্যাপক ও সাবেক ভাইস চ্যানসেলার প্রফেসর ড. মুহাম্মদ মনিরুজ্জামান (বাচ্চু), সরকারি ইডেন কলেজের প্রিন্সিপাল, অনার্স ও মাস্টার্স লেভেলের পয়ত্রিশটির অধিক গ্রন্থের রচয়িতা প্রফেসর ড. ইয়াসমিন আহাম্মদ ও ছোট বোন প্রক্ষাত রবীন্দ্র সংগীত শিল্পী নাজমা ইসলামের লেখাপড়ার সকল দায়িত্বে তিনি যত্নবান ছিলেন।
ষোড়শ শতাব্দিতে শিল্প ও সাহিত্যে অসাধারণ অবদান রেখেছিলেন এমাটিরই এক বিদূষী নারী যার নাম চন্দ্রাবতী। তাঁর সাহিত্যের বন্যায় প্লাবিত হয়েছিল পূর্ব ময়মনসিংহ, সমগ্রদেশ ও আন্তর্জাতিক বিশ্ব। এর প্রায় চারশত বছর পর জন্ম হয় এ মাটিতেই আরেক মহীয়সী নারীর। যার জ্ঞান, প্রজ্ঞা ও কর্ম বিস্মিত করেছিল সারা দেশবাসীকে। কিশোরগঞ্জবাসী তাকে দ্বিতীয় চন্দ্রাবতী বলে সম্বোধন করে থাকে। জাতীয় শিক্ষা বিস্তারে আজীবন নিবেদিত প্রাণ এই অন্যন্য সাধারণ বিদূষী নারী দীর্ঘ পাঁচ বছর বার্ধক্য ও অন্যান্য শারিরীক অসুস্থতার জন্য শয্যাশায়ী ছিলেন। ১০৭নং সেন্ট্রাল রোডস্থ ঢাকার বাসায় তিনি তার কণিষ্ঠ বোন বেগম হাবিবুননেছার নিবিড় পরিচর্চায় থেকে অসংখ্য শুভাকাঙ্খি, ভক্তবৃন্দ, আত্মীয়স্বজন, সহকর্মী ও হাজার হাজার ছাত্রছাত্রীদেরকে কাঁদিয়ে নশ্বর পৃথিবীর মায়া ত্যাগ করে ১৯৯৭ সালের ১২ ডিসেম্বর চিরদিনের জন্য অনন্ত লোকে প্রবেশ করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *