• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

শিমের ভালো দাম পেয়ে খুশি চাষিরা

# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় শীতকালীন সবজি শিমের ভালো দাম পেয়ে হাসি ফুটেছে কৃষকের মুখে। বাজার দর ভালো থাকায় খরচ উঠিয়ে কয়েকগুন লাভবান হচ্ছেন চাষিরা। এতে তারা খুশি। যারা আগাম করেছিলেন তারা বাজিমাত করেছেন। কয়েক মাস আগ থেকে তারা শিম বিক্রি করে আসছেন। এখনো বাজারে এর ব্যাপক চাহিদা ও দাম থাকায় ভালো টাকা আয় করছেন তারা। এতে আগামিতে এখানে আগাম শিম চাষ আরও বাড়বে বলে আশা কৃষি বিভাগের।
জানা গেছে, শিম শীতকালীন সবজি হলেও মৌসুম শুরুর আগেই অনেকে চাষ করে থাকেন। তাছাড়া এখানকার কয়েক জায়গার মাটি আগাম শিম চাষের জন্য খুবই উপযোগী। স্থানীয় বাজারে বর্তমানে প্রতি কেজি শিম পাইকারি ৬০-৭০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবহাওয়া অনুকূলে থাকায় শিমের বেশ ফলন এসেছে। এখনো পুরোদমে মৌসুম শুরু না হলেও বাজারে মিলছে শিম। ব্যাপক চাহিদা থাকায় ভালো দাম পাচ্ছেন চাষিরা।
উপজেলা কৃষি বিভাগ সূত্রে জানা গেছে, উপজেলার চণ্ডিপাশা ব্লকের বেশ কিছু গ্রামে আগাম শিম চাষ হয়ে থাকে। যা উপজেলার অন্য কোথাও হয়না। ওইসব এলাকার মাটি আগাম শিম চাষের জন্য উপযোগী। কয়েকটি গ্রামের বেশ কয়েকজন কৃষক বিগত কয়েক বছর ধরে আগাম শিম চাষ করে আসছেন। মৌসুমের আগেই স্থানীয় বাজারে এসব শিমের ভালো কদর থাকায় আর্থিকভাবে বেশ লাভবান হয়ে থাকেন তারা। তাদের দেখাদেখি অনেকেই এখন আগাম শিম চাষে ঝুঁকছেন।
কৃষি বিভাগ আরও জানায়, জাঙালিয়া, চরফরাদী, এগারোসিন্দুর, বুরুদিয়া, সুখিয়া ও চণ্ডিপাশা ইউনিয়নে ব্যাপক পরিমাণে শিমের আবাদ হয়ে থাকে। এবছর আবহাওয়া অনুকূলে থাকায় ভালো ফলন এসেছে। বর্তমান বাজারে শিমের বেশ কদর থাকায় ভালো দাম পাচ্ছেন কৃষকেরা। এতে তারা খরচ মিটিয়ে লাভবান হবেন বলে আশা করা যাচ্ছে।
সরেজমিনে উপজেলার চণ্ডিপাশা চরপাড়া, ঘাগড়া, ছোটআজলদী, তারাকান্দি ও চরফরাদী এলাকা ঘুরে দেখা গেছে, কৃষকেরা তাদের শিম বাগান পরিচর্যায় ব্যস্ত। কেউ শিম তুলছেন। কেউ শিম বাগানের আগাছা পরিস্কার করছেন।
শিম চাষি ফারুক মিয়া বলেন, গত ১০ বছর ধরে আমার ৩৩ শতক জমিতে আগাম শিম চাষ করে আসছি। আল্লাহর রহমতে প্রতিবছরই লাভবান হই। এবারও মাশাল্লাহ গত ২-৩ মাস ধরে শিম বিক্রি করছি। শুরুতে প্রতি কেজি ২৭০-২৮০ টাকা পাইকারি দরে বিক্রি করেছি। এখনো বিক্রি করছি ৫০-৬০ টাকা দরে। এতে খরচ মিটিয়ে কয়েকগুন লাভবান হয়েছি। আরও কিছুদিন শিম বিক্রি করতে পারবো।
সবুজ মিয়া নামে অপর এক চাষি বলেন, শিমের ফলন ভালো এসেছে। বাজারও দরও ভালো পাচ্ছি। এতে আমরা লাভবান হবো।
উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ নুরে-ই-আলম বলেন, শিমের বর্তমান বাজার দর ভালো। কৃষকেরা আর্থিকভাবে বেশ লাভবান হবেন বলে আশা করছি। উপজেলা কৃষি বিভাগের মাঠ পর্যায়ের কর্মকর্তা-কর্মচারীরা সার্বক্ষনিক কৃষকের পাশে রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *