# রাজীবুল হাসান :-
ভৈরব উপজেলার সাদেকপুরে মাদক প্রতিরোধে গ্রামবাসীর মানববন্ধন। শুক্রবার বিকালে ভৈরব উপজেলার সাদেকপুর গ্রামবাসীর আয়োজনে ভৈরব-মেন্দিপুর সড়কের হিন্দুপাড়া এলাকায় ঘন্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।
এসময় বক্তরা বলেন, মাদক এখন শহর থেকে প্রতিটি গ্রামে ছড়িয়ে পড়েছে। বর্তমান সময়ে যুবক সমাজ মাদকের জোবলে ধ্বংস হচ্ছে। মাদকের কারণেই আমাদের সমাজে চুরি, ছিনতাইসহ নানা অপরাধ সংগঠিত হচ্ছে। তাই এলাকার যুব সমাজকে সচেতন করতেই আজকেই এই আয়োজন। আমাদের সমাজের প্রতিটি মানুষ মাদক প্রতিরোধে সচেতন হতে হবে। আমাদের যুব সমাজকে মাদকের হাত থেকে রক্ষা করতে হলে মাদকের ক্ষতিকর দিকগুলি সম্পর্কে সবাই জানাতে হবে।
এসময় উপস্থিত ছিলেন, সাদেকপুর ইউনিয়নের ৬নং ওয়ার্ড ইউপি সদস্য মো. তাইবুদ্দিন, বিএনপির নেতা লিটন মিয়া, মিরান মিয়া, ইউনিয়ন যুবদল নেতা রুবেল পান্ডা, মহসিন, ইউনিয়ন স্বেচ্ছাসেবক দল নেতা হৃদয় মিয়া, সংগঠক বিল্লাল হোসেন জনি ও রকি ভূঁইয়া প্রমুখ।