# সাখাওয়াত হোসেন হৃদয় :-
কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় হাফছা আক্তার (২০) নামে এক গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে উপজেলার মির্জাপুর বাজার সংলগ্ন একটি ভাড়া বাসা থেকে তাঁর মরদেহ উদ্ধার করে পাকুন্দিয়া থানা-পুলিশ। শনিবার সকালে ময়নাতদন্তের জন্য মরদেহটি মর্গে পাঠানো হয়েছে। নিহত হাফছা আক্তার পৌরসদরের দিয়াপাড়া গ্রামের সজিব মিয়ার স্ত্রী।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, পেশায় রাজমিস্ত্রি সজিব মিয়া স্ত্রীকে নিয়ে মির্জাপুর বাজার সংলগ্ন ভাড়া বাসায় থাকতেন। শুক্রবার সন্ধ্যার পর কোনো এক সময় ঘরের দরজা বন্ধ করে পড়নের ওড়না দিয়ে গলায় ফাঁস নেন হাফছা আক্তার। রাত সাড়ে ৮টার দিকে স্থানীয় লোকজন ঘরের এক ফাঁক দিয়ে ওই নারীকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মরদেহটি উদ্ধার করেন।
পাকুন্দিয়া থানার ওসি মো. সাখাওয়াৎ হোসেন বলেন, মরদেহটি উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যু মামলা হয়েছে।