# এম.আর রুবেল :-
সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের সহকারী অধ্যাপক ডা. মোহাম্মদ দিদারুল ইসলাম সহযোগী অধ্যাপক (অ্যাসোসিয়েট প্রফেসর) পদে পদোন্নতি পেয়েছেন।
১ ডিসেম্বর সোমবার স্বাস্থ্য মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে তাঁর এ পদোন্নতির বিষয়টি নিশ্চিত করা হয়। পদোন্নতির খবরে সহকর্মী চিকিৎসক, শিক্ষার্থীসহ স্বাস্থ্যসেবা সংশ্লিষ্টদের মাঝে আনন্দ ও সন্তুষ্টি প্রকাশ পেয়েছে।
ডা. দিদারুল ইসলাম সহযোগী অধ্যাপক হিসেবে পদোন্নতি পাওয়ায় ভৈরব মডেল ফারিয়ার সভাপতি ও কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি এইচ এম লোকমান হুদা ও অলিভ হেলথ কেয়ারের ম্যানেজের সঞ্জিত দাস, সোমবার রাতে তাকে ফুলের শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
ডা. দিদারুল ইসলাম দীর্ঘদিন ধরে দেশের স্বাস্থ্যসেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছেন। তিনি শুরুতে ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে মেডিকেল অফিসার হিসেবে যোগ দেন। পরে শিশু রোগ বিশেষজ্ঞ (পেডিয়াট্রিক কনসালটেন্ট) হিসেবে রোগী সেবায় বিশেষ অবদান রাখেন। শিশুস্বাস্থ্য বিষয়ে তাঁর দক্ষতা, রোগীবান্ধব আচরণ এবং মানবিক সেবা দ্রুতই তাকে এলাকায় জনপ্রিয় করে তোলে।
ভৈরব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্ব পালনকালে তিনি শিশু বিভাগকে সুসংগঠিত করতে বিশেষ ভূমিকা রাখেন এবং জটিল রোগ নির্ণয় ও চিকিৎসায় দায়িত্বশীলতা দেখিয়ে বহু রোগীর আস্থা অর্জন করেন। শুধু চিকিৎসাই নয়, সামাজিকভাবে স্বাস্থ্যসচেতনতা বৃদ্ধি, মাতৃ ও শিশুস্বাস্থ্য সেবা শক্তিশালীকরণ এবং কমিউনিটি পর্যায়ে সেবার মান উন্নয়নেও অংশ নেন তিনি।
ভৈরব মডেল ফারিয়ার সভাপতি ও কেন্দ্রীয় ফারিয়ার সিনিয়র সহ-সভাপতি এইচ এম লোকমান হুদা বলেন, ডা. দিদারুল ইসলাম স্যারের এই পদোন্নতি একদিকে যেমন ব্যক্তিগত সাফল্য, অন্যদিকে এটি দেশের চিকিৎসাসেবা উন্নয়নে একটি ইতিবাচক দৃষ্টান্ত। তাঁর অভিজ্ঞতা ও নেতৃত্ব ভবিষ্যতে শিক্ষার্থী এবং রোগীদের মধ্যে আরও ব্যাপক প্রভাব ফেলবে বলে আশা প্রকাশ করেন তিনি।
পদোন্নতির পর ডা. দিদারুল ইসলাম বলেন, এ অর্জন শুধুই আমার নয়, আমার সহকর্মী, শিক্ষার্থী এবং যেসব মানুষ আমার প্রতি আস্থা রেখে চিকিৎসা নিয়েছেন তাদের সকলের প্রতি কৃতজ্ঞতা। এই পদ আমাকে আরও দায়িত্বশীল করে তুলবে।
স্বাস্থ্য মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট সূত্র জানায়, মূল্যায়ন, অভিজ্ঞতা, দক্ষতা এবং সেবার মান বিবেচনায় নিয়ে তাকে সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি দেওয়া হয়েছে।
ডা. দিদারুল ইসলামের পদোন্নতি সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসাসেবা ও শিক্ষাক্ষেত্রে নতুন উদ্যম যোগ করবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।