# আফসার হোসেন তূর্জা :-
‘প্রকৃত মানুষ গড়ার লক্ষ্য-ই আমাদের লক্ষ্য’ এই প্রতিপাদ্যে একাদশ ও দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের পাঠদানের মানোন্নয়ন উপস্থিতি বৃদ্ধি ও পরীক্ষার ফলাফল উন্নয়নের লক্ষ্যে ভৈরবে অভিভাবক সমাবেশ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
২৯ নভেম্বর শনিবার সকাল ১১টায় ভৈরব সরকারি মহিলা কলেজ এর অডিটোরিয়াম রুমে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলেজের অধ্যক্ষ অধ্যাপক মো. মজিবুর রহমান এর সভাপতিত্বে ও বাংলা বিভাগের বিভাগীয় প্রধান মো. তাওহিদুল ইসলামের উপস্থাপনায় সমাবেশে বক্তব্য রাখেন, রাষ্ট্র বিজ্ঞানের বিভাগীয় প্রধান অধ্যাপক মো. জাহাঙ্গীর আলম খাঁন, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান খাদিজা ইয়াসমীন, রাষ্ট্র বিজ্ঞানের সহকারী অধ্যাপক সাইফুল ইসলাম সেকুল প্রমুখ।
শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, নিবিড় পরিচর্যা কমিটির আহ্বায়ক নাজমা পারভীন।
এছাড়া সমাবেশে কলেজের শিক্ষক শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
সমাবেশে বক্তারা বলেন, আমাদের ছাত্রীদের ভবিষ্যৎ উন্নয়নে শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদের ভূমিকা অপরিসীম। শিক্ষার্থীদের মেধা ও প্রতিভা বিকাশে শিক্ষকদের যেমন দায়িত্ব রয়েছে, তেমনি অভিভাবকদের নিবিড় তত্ত্বাবধানে তাদের মেধা বিকশিত হতে পারে।
এছাড়া শিক্ষক এবং অভিভাবকদের মধ্যে একটি সুসম্পর্ক গড়ে তোলতে হবে এবং শিক্ষার উন্নয়নে একসাথে কাজ করার জন্য একটি প্ল্যাটফর্ম তৈরি করা। অভিভাবক এবং শিক্ষক উভয়ের প্রচেষ্টা শিক্ষার্থীদের শিক্ষার মান উন্নয়নে ভূমিকা রাখতে পারে। এছাড়া শিক্ষার্থীদের শুধু পড়ালেখায় নয়, একজন ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য নৈতিক ও সামাজিক বিষয়ে তাদের গড়ে তুলতে অভিভাবকদের গুরুত্ব অপরিসীম।
এছাড়া নিয়মিতভাবে অভিভাবক সমাবেশে অংশগ্রহণ করা এবং তাদের সন্তানের পড়ালেখা ও আচরণ সম্পর্কে শিক্ষকদের সাথে খোলামেলা আলোচনা করতে হবে।
বক্তারা আরো বলেন, বর্তমানে মোবাইলে শিক্ষার্থীদের আসক্তি বাড়ছে, যার ফলে শিক্ষার্থীরা পড়ালেখায় মনোযোগ হারিয়ে ফেলছে এবং পড়ালেখায় পিছিয়ে পড়ছে। তাই সন্তানদের মোবাইল ব্যবহারের ক্ষেত্রে অভিভাবকদেরকে আরো সচেতন হতে হবে। বিশেষ করে শিক্ষার্থীদের নৈতিক শিক্ষার প্রতি অভিভাবক ও শিক্ষকদের বিশেষ গুরুত্ব দিতে হবে, যাতে তারা একজন আদর্শ মানুষ হিসেবে গড়ে উঠে। দেশ ও মানব সেবায় আত্মনিয়োগ করতে পারে।