• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:৩৫ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

বাজিতপুর পৌরসভায় প্রথমবারের মতো নির্বাহী প্রকৌশলীর যোগদান

# মোহাম্মদ খলিলুর রহমান :-
প্রতিষ্ঠার ১৫৬ বছর পর প্রথমবারের মতো কিশোরগঞ্জের বাজিতপুর পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেছেন মো. তারিকুল ইসলাম। তাঁর যোগদানের মধ্য দিয়ে পৌরসভার প্রকৌশল বিভাগে নতুন এক অধ্যায়ের সূচনা হয়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
জানা যায়, মো. তারিকুল ইসলাম এর আগে হবিগঞ্জ পৌরসভায় নির্বাহী প্রকৌশলী হিসেবে দায়িত্ব পালন করেছেন। দীর্ঘদিনের প্রশাসনিক অভিজ্ঞতা ও কর্মদক্ষতার কারণে বাজিতপুর পৌরসভায় তাঁর যোগদানকে স্থানীয়রা উন্নয়ন কর্মকাণ্ডে ইতিবাচক পরিবর্তনের সূচনা হিসেবে দেখছেন।
উল্লেখ্য, গত ১৫ সেপ্টেম্বর বাজিতপুর পৌরসভার সহকারী প্রকৌশলী নওশাদ আলমের ইন্তেকালের পর প্রকৌশল শাখায় শূন্যতা সৃষ্টি হয়। সেই শূন্য পদেই নির্বাহী প্রকৌশলী হিসেবে যোগদান করেন মো. তারিকুল ইসলাম।
নবনিযুক্ত নির্বাহী প্রকৌশলীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানান পৌরসভার কর্মকর্তা-কর্মচারীরা। তারা আশা প্রকাশ করেন, পৌর এলাকায় চলমান অবকাঠামোগত উন্নয়ন ও নাগরিক সেবা কার্যক্রমে তাঁর অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
ঐতিহাসিকভাবে বাজিতপুর পৌরসভা বাংলাদেশের অন্যতম প্রাচীন পৌরসভা। ১৮২৩ সালে বাজিতপুর থানা প্রতিষ্ঠিত হয় এবং ১৮৬৯ সালের ৮ এপ্রিল বাজিতপুর ও ময়মনসিংহ—দুটি মিউনিসিপালিটি গঠিত হয়। ইতিহাস অনুযায়ী, বাজিতপুর মিউনিসিপালিটির ভিত্তি স্থাপিত হয় ময়মনসিংহের একদিন আগে।
প্রথম দিকে জেলা ম্যাজিস্ট্রেট পদাধিকার বলে গঙ্গাধর তর্কালঙ্কার বাজিতপুর পৌরসভার প্রথম প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে ১৯১৪ সালে সৈয়দ নুরুল হুদা পৌরসভার প্রথম মুসলিম প্রেসিডেন্ট হন। ১৯৫৯ সালে বাজিতপুরে টাউন কমিটি গঠিত হয়, যা ১৯৭২ সালে বিলুপ্ত করে পূর্ণাঙ্গ পৌরসভায় রূপান্তরিত করা হয়।
প্রতিষ্ঠাকালে বাজিতপুর মিউনিসিপালিটির আয়তন ছিল মাত্র দুই বর্গমাইল এবং জনসংখ্যা ছিল প্রায় চার হাজার। ইতিহাসবিদদের মতে, ১৭৮১ সালের রেনেলের মানচিত্রে বাজিতপুরকে একটি গুরুত্বপূর্ণ জনপদ হিসেবে চিহ্নিত করা হয়েছিল—যেখানে কিশোরগঞ্জ নামে কোনো স্থানের উল্লেখ পাওয়া যায়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *