• রবিবার, ০৭ ডিসেম্বর ২০২৫, ১২:২৯ অপরাহ্ন |
  • English Version
শিরোনাম :
কিশোরগঞ্জের দু’টি ফাঁকা আসনে মনোনয়ন চূড়ান্ত বিএনপির মনোনয়ন ঘোষণায় বিস্মিত হলেন জাতীয় দলের চেয়ারম্যান এহসানুল হুদা কিশোরগঞ্জে এনসিপির কমিটি সাংগঠনিক সম্পাদক বলছেন পুনর্গঠন না হলে কবর রচনা চড়ুই পাখির আবাস নেই, বসবাস পরিষেবার তারে গহিন হাওরের ভাঙন কবলিত একটি ইউনিয়নে সেতু দাবি এক ইউনিয়নে ৫ শতাধিক রেমিট্যান্স যোদ্ধা, কারিগরি জ্ঞান থাকায় বেতন পান অন্য শ্রমিকদের প্রায় তিনগুণ ব্যাংকার্স অ্যাসোসিয়েশন অব ভৈরব এর কমিটি গঠন সভাপতি মোস্তাক, সাধারণ সম্পাদক হাফিজ কটিয়াদীতে এক যুবককে কুপিয়ে হত্যা কিশোরগঞ্জে স্কুল থেকে বাড়ি যাওয়ার পথে বাসের ধাক্কায় আহত শিক্ষকের মৃত্যু স্মার্ট ফোন এখন জীবনের অংশ সাইবার আক্রমণ মোকাবেলার সক্ষমতা অর্জন করতে হবে

ডেঙ্গু বিস্তারের কারখানা কিশোরগঞ্জের যত্রতত্র

ডেঙ্গু বিস্তারের কারখানা
কিশোরগঞ্জের যত্রতত্র

# নিজস্ব প্রতিবেদক :-
সারা দেশেই ডেঙ্গু ভয়াবহরূপে বিস্তার লাভ করেছে। কিশোরগঞ্জেও ডেঙ্গুর প্রকোপ দিন দিন বাড়ছে। এর অন্যতম কারণ, কিশোরগঞ্জের যত্রতত্র ডেঙ্গু বিস্তারের কারখানা রয়েছে। ডেঙ্গুর বাহক এডিস মশা পানিতে জন্ম নিয়ে বসবাস করে প্রধানত আগাছাকে আশ্রয় করে। বিশেষ করে জনপদ আর জলাশয়ের আগাছা এদের প্রধান আশ্রয়স্থল বলে মনে করেন জেলার সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা। কিশোরগঞ্জ শহরের অধিকাংশ পুকুর এবং ডোবা এখন কচুরিপানার আতুরঘর। এমনকি শহরের মাঝখান দিয়ে বয়ে যাওয়া নরসুন্দা নদীও এখন কচুরিপানায় ঠাসা।
গতকাল বুধবার শহরের নগুয়া এলাকায় গিয়ে দেখা গেছে, বিশাল একটি পুকুর এখন কচুরিপানার দখলে। এই পুকুরে এক সময় স্বচ্ছ পানি ছিল। আশাপাশের মানুষ গোসল করতো। কিন্তু সচেতনতা আর যত্নের অভাবে এখন সেটি কচুরিপানার উৎপাদন কারখানা। মশা-মাছির নিরাপদ জন্ম আর আতুরঘর। শহরের বত্রিশ আলাকায় সুইপার কলোনির পাশের পুকুরের অবস্থা আরও খারাপ। সেখানে ঘন কচুরিপানার সাথে জন্ম নিয়েছে অসংখ্য কচু গাছ। পুকুর তো নয়, যেন কচু ক্ষেত! নরসুন্দা নদীর অবস্থাও খুবই নাজুক। এতটাই ঘন কচুরিপানার স্তর, নীচে পানি আছে কি না, তাও দেখা যায় না। শহর ও শহরতলির এরকম বহু জলাশয় দেখা যায়, যেগুলি কচুরিপানায় ঠাসা।
পরিবেশবাদী সংগঠন বাপার জেলা কমিটির সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম জুয়েল জানিয়েছেন, তাঁরা বিভিন্ন সময় বিপর্যয়ের শিকার নরসুন্দাসহ একেকটি জলাশয়ের পাশে গিয়ে মানববন্ধন করছেন। পরিচ্ছন্নতা অভিযান পরিচালনা করে মানুষকে উদ্বুদ্ধ করেছেন। কিন্তু শেষ পর্যন্ত পরিস্থিতির তেমন উন্নয়ন হয়নি। সরকারি কর্র্তৃপক্ষ ছাড়া এত বিশাল কর্মযজ্ঞ সম্পাদন করা কোন একটি সংগঠনের পক্ষে সম্ভব নয় বলে তিনি মনে করেন।
গতকাল দুপুরে শহরের ২৫০ শয্যার জেনারেল হাসপাতালে গিয়ে দেখা গেছে, সেখানে ৯ জন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। সদর উপজেলার চর মারিয়া গ্রামের ওসমান মিয়া (৬৫) নামে এক রোগী জানালেন, তিনি কোথাও যাননি। বাড়িতেই জ্বর ও শরীর ব্যথা অনুভব করলে পরীক্ষা করার পর ডেঙ্গু সনাক্ত হয়েছে। তিনি গতকালই হাসপাতালে ভর্তি হয়েছেন। হোসেনপুর উপজেলার পানান গ্রামের কৃষক শহীদ মিয়া (৩০) জানালেন, তিনি নারায়ণগঞ্জে ১৫ দিন আগে বেড়াতে গিয়েছিলেন। বাড়িতে এসে ডেঙ্গুর লক্ষণ ধরা পড়ে। হাসপাতালে ভর্তি হয়েছেন গত রোববার। ময়মনসিংহের নান্দাইল এলাকার সৈয়দ মিয়া (৬৫) জানালেন, তিনি স্থানীয়ভাবে আক্রান্ত হয়ে গত রোববার এই হাসপাতালে ভর্তি হয়েছেন। মহিলা ওয়ার্ডে গিয়ে দেখা গেছে, সেখানে তিনজন ডেঙ্গু রোগী ভর্তি আছেন। তাদের মধ্যে একজন গার্মেন্টস কর্মী গাজীপুর থেকে গত শুক্রবার বাড়িতে আসার পর ডেঙ্গুর লক্ষণ ধরা পড়লে সোমবার এখানে ভর্তি হয়েছেন।
সিভিল সার্জন অফিস সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত পর্যন্ত কিশোরগঞ্জের বিভিন্ন স্বাস্থ্যকেন্দ্রে ভর্তি ছিলেন ৪৮ জন ডেঙ্গু রোগী। গত জানুয়ারি থেকে মঙ্গলবার পর্যন্ত জেলায় ডেঙ্গুতে আক্রান্ত হয়েছে এক হাজার ১০ জন। ছাড়পত্র পেয়েছে ৯৬২ জন। তবে জানুয়ারি থেকে এখন পর্যন্ত কোন মৃত্যুর ঘটনা নেই। রোগীদের মধ্যে আবার বেশির ভাগই ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ অন্য জেলা থেকে আক্রান্ত হয়ে কিশোরগঞ্জে চিকিৎসা নিচ্ছেন বলে জানিয়েছেন সিভিল সার্জন ডা. অভিজিত শর্ম্মা। স্থানীয়ভাবেও কিছু আক্রান্ত রোগী পাওয়া যাচ্ছে। তিনি জানান, নদীসহ বিভিন্ন পুকুর ও ডোবার কচুরিপানা মশার উপযোগী স্থান উল্লেখ করে তিনি বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা হচ্ছে ডেঙ্গু প্রতিরোধের প্রধান উপায়।
কিশোরগঞ্জ পৌরসভার প্রশাসক স্থানীয় সরকারের উপ-পরিচালক জেবুন নাহার শাম্মী জানিয়েছেন, পৌরসভার পক্ষ থেকে সকল কচুরিপানা পরিষ্কারের একটি উদ্যোগ গ্রহণ করা হয়েছে। আগামী এক-দুই সপ্তাহের মধ্যে অবশ্যই একটি ফলাফল পাওয়া যাবে বলে তিনি মন্তব্য করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *